হালুম, ইকরি মিকরি, শিকু ও আমরা

৪০৬ পঠিত ... ১৬:৫৫, সেপ্টেম্বর ১৮, ২০২২

Sisimpur

সিসিমপুর আমাদের ছোটবেলার প্রিয় কার্টুনগুলোর একটি। তবে মজার ব্যাপার হলো, সিসিমপুর কার্টুনটি তৈরি হয়েছে ‘সিসেম স্ট্রিট’ নামের আমেরিকান আরেকটি শিশুতোষ টিভি সিরিজের আদলে।

১৯৬৯ সালে শুরু হওয়া ‘সিসেম স্ট্রিট’ ২০০১ সালের মধ্যেই ইন্টারন্যাশন্যাল অ্যাডাপ্টেশনের বদৌলতে বিশ্বজুড়ে প্রায় ১২০ মিলিয়ন দর্শক লাভ করে। ২০০৯ সালে এর ৪০তম জন্মবার্ষিকীতে পৌঁছতে না পৌঁছতেই  ১৪০টি দেশে প্রচারিত হয় এটি। আসল সিসেম স্ট্রিটের ক্যারেক্টারগুলো হলো এলমো, কুকি মনস্টার, বিগ বার্ড, বার্ট গ্রোভার, কাউন্ট ভন কাউন্টসহ আরও অনেকে। এদিকে আমাদের সিসিমপুরে আছে ইকরি মিকরি, টুকটুকি, হালুম, শিকু, মানিক রতনসহ আরও গুণী ময়রা, সুমনার মতো কিছু প্রিয় চরিত্র।

বাংলাদেশে 'সিসিমপুর'এর মতো সিসেম স্ট্রিট ভারতে Galli Galli Sim Sim, পাকিস্তানে Sim Sim Hamara, রাশিয়ায় Ulitsa Sezam, আফগানিস্তানে Baghch-e-Simsim, ব্রাজিলে Vila Sésam, জাপানে Sesami Sutorīto, কম্বোডিয়াতে Sabai Sabai Sesame, ফ্রান্সে Rue Sésame, মিশরে Alam Simsim, ফিলিস্তিনে Shara'a Simsimসহ আরও বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। সিসিমপুরই বাংলাদেশে প্রথম শিশুদের জন্য বিশেষভাবে তৈরি শিক্ষামূলক অনুষ্ঠান। এটি তৈরির জন্য প্রথম তিন বছর USAID ৭ মিলিয়ন মার্কিন ডলার দেয়।

২০০৬ সালে মুক্তি পায় 'সিসেম স্ট্রিট' এর রিমেক নিয়ে তৈরি  ডকুমেন্টারি ‘The World According to Sesame Street.’ বাংলাদেশ, কসোভো ও সাউথ আফ্রিকার মতো তিনটি উন্নয়নশীল দেশে এই অনুষ্ঠানের তৈরি ও প্রডাকশনকে কেন্দ্র করেই ১ ঘণ্টা ৪৪ মিনিটের এই ডকুমেন্টারি।

৪০৬ পঠিত ... ১৬:৫৫, সেপ্টেম্বর ১৮, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top