কেকে-র জন্য গান লিখলেন কবীর সুমন

৪৭০ পঠিত ... ১৭:৩৮, জুন ০৬, ২০২২

KK-ke-niye-kabir-sumaner-gaan

ভারতীয় বাংলা সিনেমা ‘জাতিস্মর’ এর ‘এ তুমি কেমন তুমি’ গানটির কথা মনে পড়ে? সিনেমার দৃশ্যপট, রুপঙ্কর বাগচীর গায়কিতে যেন গানটি হয়ে উঠেছিল অনবদ্য! কিন্তু জানা আছে কি গানটার গীতিকার ও সুরকার কে ছিলেন? কিংবা গানটির পেছনের গল্প?

‘এ তুমি কেমন তুমি’ গানটি লিখেছিলেন কবীর সুমন। তবে গানটি তিনি কোনো ছবির জন্য বানাননি। বানিয়েছিলেন এক মেয়ের জন্যে। কবীর সুমনের ভাষায়, ‘একটি বিশেষ ছবির সাউণ্ডট্র‍্যাকে ব্যবহার হওয়ার ঢের আগে, অনেক আগে, ২০০৫ সালের এক গভীর রাতে, ফোনে মেসেজ করে করে (গানটি লিখেছিলাম)। কোনও খাতায় বা পাতায় লিখিনি। হঠাৎ লিখতে শুরু করেছিলাম আমার ফোনে সরাসরি, আমার বুকে যত কান্না ধরা সম্ভব নয় তার চেয়েও বেশি কান্না নিয়ে, কি-প্যাড টিপে টিপে, মেসেজ করে করে। তারপর সুর।‘ এরপর পরিচালকের আবদারে গানটি কবীর সুমন তার স্নেহের জায়গা থেকে দিয়ে দেন সিনেমায় ব্যবহারের জন্যে।

তবে আজ কবীর সুমনের সামাজিক যোগাযোগ মাধ্যম জানান দিচ্ছে, সেই ‘এ তুমি কেমন তুমি’গানটি তিনি নতুন করে লিখেছেন সদ্য গান গাইতে গাইতেই ওপারে পাড়ি দেওয়া ভারতীয় সিঙ্গার কৃষ্ণকুমার কান্নাথ বা এক নামে চেনা কেকে’র জন্য। কবীর সুমন তার ফেসবুকে লিখেছেন, ‘যাঁর জন্য গানটি (হুবহু একই কথায়, একই সুরে) নির্মাণ করেছিলাম এবং গানটি যাঁকে প্রথম শুনিয়েছিলাম সেই মেয়েটি নিশ্চই চুপিচুপি হেসেছেন। হয়তো আজও হাসেন। নাকি এই শহরে আমার চেয়ে কুড়ি বছরের ছোট এক গায়কের মর্মান্তিক মৃত্যুর পর আমার মতো তিনিও লুকিয়ে কাঁদেন… আমি শান্তি পাচ্ছি না। কিছুতেই না। শান্তি খুঁজতে খুঁজতে আজ আমি গানটার কথা, লিরিক পাল্টাতে শুরু করলাম। ঐ সুরে ছন্দে এই লিরিক সমান উপযুক্ত।’  

অনেক বছর আগে এক রাতে যেমন কবীর সুমন ফোনের কি-প্যাড টিপেটিপে একটি গান মেসেজ করে করে পাঠিয়েছিলেন আমাদের কাছে নাম না জানা সেই মেয়েকে, আজ তেমনি কি-প্যাড টিপেই ঐ গানের সুরের ওপর নতুন কথা বসিয়েছেন তিনি। তবে এবার তিনি জানিয়েছেন, ‘এই গানটি আমি নিজে প্রথমে গাইব। আর কাউকে দেবো না। আগে আমি গাইব, তারপর "কপিলেফট" - মোল্লা সুমনের গান যিনিই গাইতে চান, গাইবেন - শুধু এই সুর ছন্দ লিরিক অবিকৃত রেখে।’

 

এক দণ্ড শান্তি পেতে কেকে’র জন্য ‘এ তুমি কেমন তুমি’র আদলে নতুন রুপ দেওয়া কবীর সুমনের গানটির লিরিক দেওয়া হলো পাঠকদের জন্যে।

 

 

এ কেকে কেমন কেকে এই শহরে মরতে আসে

 

জেনে নাও কৃষ্ণকুমার এ-গান তোমায় ভালবাসে।

 

তোমাকে চিনতাম না জানতাম না তুমি এমন

 

আমার এই গানের সুরে হঠাৎ পাওয়া কান্না যেমন

 

শেষ গান গাইছ মৃত্যু দাঁড়িয়ে আছে তোমার পাশে -

 

এসেছো আগেও তুমি হয়তো হয়ে ছদ্মবেশী

 

কোনও এক জন্মে তুমি ছিলে আমার প্রতিবেশী।

 

এ শহর তোমারও ঘর তোমার শহর তোমার মাটি

 

বাংলার লক্ষ ছেলেমেয়ের বুকে তোমার ঘাঁটি

 

ফিরবে তাদের কাছেই কলকাতাতেই ফিরে এসে।।

 

 

কবীর সুমন

৬ জুন ২২

বৈষ্ণবঘাটা বাই লেন

কলকাতা

 

কবীর সুমনের ফেসবুক স্ট্যাটাসটির লিংক

৪৭০ পঠিত ... ১৭:৩৮, জুন ০৬, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top