তেঁতুলতলা মাঠের জন্য বাবা-ছেলের গান

১৮৫ পঠিত ... ১৭:৫৪, এপ্রিল ২৬, ২০২২

Tetul-tolar-gaan

গত ৩১ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় কলাবাগান থানার জন্য স্থাপনা নির্মাণে তেঁতুলতলা খেলার মাঠের জমি ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) হস্তান্তর করে। তবে শিশুদের স্বার্থে খেলার মাঠটি আগের অবস্থায় রাখার দাবি নিয়ে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন এলাকার বাসিন্দারা।

গত ২৪ এপ্রিল ঢাকার তেঁতুলতলা খেলার মাঠ রক্ষা আন্দোলনে নেতৃত্ব দেয়া সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলে মোহাম্মদ ঈসা আব্দুল্লাহকে তুলে নিয়ে গিয়েছিল কলাবাগান থানা পুলিশ। শেষ পর্যন্ত তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু খেলার মাঠে থানা নির্মাণ বন্ধের ঘোষণা দেয়া হলেও তা বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

তাই এবার শিশুদের মাঠ দখলের প্রতিবাদ করতে মাঠে নেমেছেন এক বাবা-ছেলেও। তাদের ভাষ্যে, 'অনেক কিছু মেনে নিয়েই আমরা এই ভালোবাসার শহরে থাকি। কিন্তু শিশুদের বিকাশের ব্যাপারে কোন বাধা মানতে চাই না। তাই আমাদের এই গান। আমরা মাঠে গিয়ে গাইতে পারছি না। তাই ঘরে বসেই আমাদের মনের কথাগুলো বলছি।'

সেই গানের শুরুটা ঠিক এমন: 

'আমাদের মাঠে আমরাই খেলবো, তোমরা বাড়ি যাও

বাড়ি গিয়ে তোমাদের শিশুদের পাঠিয়ে দাও!'

গান: তেঁতুলতলার মাঠ

কথা ও সুর: আশীষ ভট্টাচার্য্য

কণ্ঠ: প্রফুল্ল অংশুমান ও আশীষ ভট্টাচার্য্য

ব্যান্ড: সং ফর গুড

 

 

১৮৫ পঠিত ... ১৭:৫৪, এপ্রিল ২৬, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top