লাভ আজকাল

৩১২ পঠিত ... ১৮:৪১, এপ্রিল ২১, ২০২২

ফেসবুকের আদার বক্স, eআরকির পেজ আড্ডায়, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণদের সঙ্গে দেখা হচ্ছে মেসেঞ্জারে। আমি এক অমিত সম্ভাবনার বাংলাদেশকে দেখতে পাচ্ছি। তরুণ প্রজন্মের যে ক্ল্যারিটি অফ থটস, তা আমাকে বিমোহিত করে।

সাহিত্য-রাজনীতি-সমাজ-দর্শন-চলচ্চিত্র-সংগীত-জীবন বোধ-নৈতিকতা সব মিলিয়ে লিবেরেল আর্টসের আটটি শাখা নিয়ে আলাপ হয় খোকা-খুকুদের সঙ্গে। ভূমি বাস্তবতায় ফিল্ম ক্লাসে কুরোশাওয়ার রশোমন নিয়ে আলাপ করার ফাঁকে মনে পড়ে; বাংলাদেশের এক তরুণ রশোমন নিয়ে তার চিন্তার কথা আমাকে বলেছে পরশু সাঁঝে।

ক্লাসে বাইসাইকেল থিভসের অসাম্যের সমাজ নিয়ে কথা বলার সময় মনে পড়ে ঢাকা কলেজের প্রথমবর্ষের একটা ছেলে এই অসাম্যের কথা আলাপ করছিলো।

ক্লাসে মির্জা গালিবের নওয়াবজান নিয়ে আলোচনায় ছাত্রীদের যে মুগ্ধতা দেখি; নওয়াবজানের মাঝে লিবেরেল আর্টের বিভিন্ন শাখায় যে দক্ষতা চোখে পড়ে; তা নিয়ে আলোচনা করলে, একটি ছাত্রী বলে, ‘তারমানে বাঈদের সমাজের পতিত হিসেবে তুলে ধরেছে নিম্নরুচির লোকেরা।‘

অবশ্যই তাই। ৪০০ বছর ধরে ভারতবর্ষের কবিতা-সংগীত-নৃত্য-চিত্রকলা-নাটক-যাত্রাপালা-থিয়েটার-চলচ্চিত্রকে লালন করেছে যারা; যারা অংশ নিয়েছে বিভিন্ন সময়ের মুক্তির যুদ্ধে; তাদেরকে ইতিহাসে কেবল ‘মিউজ’ হিসেবে দেখানো; পুরুষের হীনমন্যতা ছাড়া আর কিছুই নয়।

এইভাবে কখনও বাংলাদেশ-কখনো ভারত-কখনো পাকিস্তানের তরুণ-তরুণীদের সঙ্গে আড্ডা দিয়ে সময় বেশ কাটছে। ওদের লেখা, আঁকা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি দেখে রিভিউ দিই।

সুতরাং এমন অনেকেই আছেন; কেবল শিষ্টাচারবশত আমার তুমুল সমালোচনা আর তির্যক রসরচনা সহ্য করেন; এমন গুরুত্বপূর্ণ মানুষেরা মন চাইলে আমাকে ছেড়ে যেতে পারেন। প্রতিদিন দেখা নাহলে মনে তিক্ততা জন্ম নেবে না। প্রতিদিনের এই তিক্ত ফেসবুক দাম্পত্যে পরস্পরের প্রতি মন বিষিয়ে না তুলে; দূর থেকে আমরা মঙ্গলাকাংক্ষী হয়ে থাকতে পারি।

আমি আসলে নতুন প্রজন্মের কাছে শিখতে চাই। পরিবর্তনশীল পৃথিবীর হৃদস্পন্দন অনুভব করতে চাই নতুনের উদ্দীপনায়। দক্ষিণ এশিয়াকে আমি দেখতে চাই নতুনের চোখে।

এখানে যে ফটোটা দিচ্ছি তা বাংলাদেশের পলাশ নামে এক শিল্পরসিক এক তরুণ উপহার দিয়েছে। আর্টি এই তরুণ লিখছে, ‘বারান্দার টবে ফোটা হলুদ জবা।সকালে ফোটে সন্ধ্যায় বন্ধ হয়ে যায়। পরদিন আর মেলে না।'

279023043_10226754189977245_2227650678023969150_n

কিপ ইট আপ।

৩১২ পঠিত ... ১৮:৪১, এপ্রিল ২১, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top