অন্যরকম এক মুক্তির আনন্দ

৫২৭ পঠিত ... ১২:০২, জানুয়ারি ২৪, ২০২২

272284140_680640016682141_8975018587017789251_n

প্রথমে দেখে মনে হতে পারে, এটা কোন কারাগারের চিত্র। কিন্তু মাঝে খটকা লাগবে, কারাগারে এত উল্লাস  কিসের ভেবে! হ্যাঁ, এ কারাগার এমনই, এখানে উল্লাস থাকাটাই স্বাভাবিক। কারণ এটা যে ওদের 'কারাগারের' শেষ দিন! 

বলছি, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের র‍্যাগ ডে-র কথা। শিক্ষা জীবনের শেষ দিনটি তারা পালন করেছেন একটু ভিন্নভাবে।  

কুয়েটের শিক্ষার্থীরা সবসময়ই একটু অন্যরকমভাবে র‍্যাগ ডে পালন করে। এর আগে কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কুয়েতি পোশাক পরে র‍্যাগ ডে উদযাপন করে সাড়া ফেলে দিয়েছিলো। এবার অন্যরকম উদযাপন নিয়ে কুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা। ৪ বছরের শিক্ষাজীবনের শেষের এই দিনটিকে কারামুক্তির সাথে তুলনা করে কারামুক্তি দিবস পালন করলো তারা। কয়েদির পোশাক পরে, খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে, জেলারকে কোলে নিয়ে নেচে-কুঁদে উদযাপন করেছেন শিক্ষাজীবনের শেষ দিনটি। 

দেখে নিন 'কারামুক্তি উদযাপনের' সেই ভিডিওটি

৫২৭ পঠিত ... ১২:০২, জানুয়ারি ২৪, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top