একজন 'দেবদাস' স্যার

৫৫০ পঠিত ... ১৯:১৪, অক্টোবর ১৮, ২০২১

Devdas-sir

সালে পাকিস্তান বাহিনী বাংলাদেশে নির্বিচার জেনোসাইড চালাচ্ছে। ‘হিন্দু’ হলে তো কথাই নেই, মেরে পবিত্র পাকিস্তান কায়েম করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা জান বাঁচাতে ভারতে পালাচ্ছেন কেউ কেউ। যারা দেশে রয়ে যাচ্ছেন তারা মাথায় টুপি দিয়ে মুসলিম নাম ধারণ করে কলেমা মুখস্ত করছেন।  

তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন শিক্ষক ছিলেন মুজিবুর রহমান নামে। দেশজুড়ে এই ‘হিন্দু’ নিধনের প্রতিবাদে তিনি নিজের নাম বদলে ফেললেন। নাম রাখলেন ‘দেবদাস’। উপাচার্য বরাবর লিখিত দরখাস্ত দিয়ে নিজের এই ’হিন্দু’ নাম অফিসিয়ালি ব্যবহারের সিদ্ধান্ত জানিয়ে দিলেন।  

সেই ‘অপরাধে’ মুজিবুর রহমান ওরফে দেবদাসকে পাকিস্তান সেনাবাহিনী ধরে নিয়ে যায়। ৪ মাস ক্যান্টনমেন্টে বন্দী করে ভয়াবহ শারীরিক আর মানসিক অত্যাচার করে। অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি বেঁচে যান।

অথচ শুধু যদি নিজেকে মুসলিম বলে আর মুজিবুর রহমান বলে স্বীকার করতেন, তাহলেই তাঁকে এই অত্যাচার নির্যাতন সহ্য করতে হতো না হয়তো। কিন্তু শত নির্যাতনেও তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি।  

যুদ্ধ শেষে ৭২ সালের ফেব্রুয়ারিতে নিজের প্রিয় ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে আবার যোগ দিতে চাইলেন। কিন্তু কর্তৃপক্ষ জানালো ‘দেবদাস’ না, মুজিবুর রহমান নামে যোগ দিতে হবে। দেবদাস এবারও অস্বীকার করলেন। ৭৩ সালের মে মাস পর্যন্ত টানা দেড় বছর তিনি বিশ্ববিদ্যালয়ের জুবেরি হাউজে অবস্থান করলেন। কিন্তু তাঁকে বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে দেয়া হলো না। এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিলো, সেগুলোও তুলতে পারলেন না কারণ তিনি দেবদাস নামে স্বাক্ষর দিতে চেয়েছিলেন। শুধু নিজের স্বনাম মুজিবুর রহমান পরিচয়টুকু গ্রহণ করলেই চাকরিতে পুনর্বহাল হতে পারতেন, কিন্তু তিনি আপোষ করতে রাজী হলেন না। উল্টো আদালতের মাধ্যমে এফিডেভিট করে নিজের নাম অফিসিয়ালি ‘দেবদাস’ রাখলেন।

গতবছর, ২০২০ সালের ১৮ মে মৃত্যু হয় এই ‘দেবদাস’ এর। মৃত্যু পর্যন্তও কোনোদিন আপোষ করেননি। বদলে জয়পুরহাটের নিভৃত গ্রামে চুপ করে কাটিয়ে দিয়েছেন জীবনটা। শেষ পর্যন্ত অবশ্য বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্র আপোষ করতে বাধ্য হয়েছিলো। ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাঁকে সংবর্ধনা দেয়। ২০১৫ সালে তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়। মফিদুল হক তাঁকে নিয়ে তৈরি করেন প্রামাণ্যচিত্র ‘কান পেতে রই’।

 

৫৫০ পঠিত ... ১৯:১৪, অক্টোবর ১৮, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top