রোজার মাসে বেডা-বেডিদের দৈনন্দিন ব্যস্ততা

৯৪৮ পঠিত ... ০৪:১৬, এপ্রিল ২৬, ২০২১

rojar mash

রোজার মাসে বেডারা সারাদিন ঘুমায়৷
মাগরিবের সময় উঠে ল্যাকল্যাক করে রেডি ইফতার খায়৷
তারপর ভাই ব্রাদার সাথে প্যাচাল পাড়ে, যে বুদ্ধিদীপ্ত গুরুগম্ভীর কথা মেয়েরা তাদের ছোট মাথা দিয়ে বুঝবে না, আর ল্যাটকায় পড়ে থাকে৷
রাতে রেডি গরম ভাত খায়৷
এরপর ঘুমায়৷
আবার সেহরিতে রেডি গরম ভাত খায়৷
আবার ঘুমায়।
রিপিট৷
...
বেডিরা সারাদিন কাজ করে রোজা রেখে৷
এই গরমে, চুলার আগুনে রান্না করে৷
জিভের ডগায় ঝোল এক ফোটা ঝোল নিয়ে লবণ দেখে, এরপর থু-থু করে ফালায় দিয়ে কুলি করে৷
কারণ এটা করা যায়, কিন্তু সোয়ামি ঘুম থেকে উঠে তরকারিতে লবণ কম হইসে দেখে বেজার হবে - এইটা করা যাবে না৷
তারা মজার মজার ইফতারি বানায়৷
মাগরিবের আজান দেয়া অবধি কাজ করে৷
রোজা খুলেই আবার কাজ করে৷
ইফতারের পর চা বানায় দেয়৷
নাহলে সবার মাথা ব্যাথা করে৷
একশ বার ইফতারের আগে পরে পানির বোতল ভরে ফ্রিজ এ রাখে৷
কেউ কেউ তো ঠান্ডা পানি খেয়ে, পানির খালি বোতল ফ্রিজেই রেখে দেয়৷
ঐটাও খুঁজে নিয়ে পানি ভরে রাখে৷
তাদের রান্না ইফতার নিয়ে সোয়ামি কম্পলেইন করে, তাদের এসিড হয়৷
তখন ঔষধের প্যকেট থেকে এন্টাসিড খুলে দেয়৷
এক হাতে পানির গ্লাস, এক হাতে এন্টাসিড৷
ঐটা সোয়ামি খায়৷
তারপর খালি গ্লাসটা রান্নাঘরে নিয়ে যায়৷
ঐখানে ইফতারের সময় ঝুটা হওয়া সব হারি পাতিল, কাপ পিরিচ, প্লেট বাটি চামচ গ্লাস ধোঁয়৷
তারপর রাতের ভাত তরকারি রান্দে৷
রান্দা করে সোয়ামিরে আর সবাইরে ঘুম থেকে তুলে৷
ভাত খাওয়ায় তাদের ঘুমাইতে পাঠায়৷
কয়েল জালায় দেয়৷ মশারি টানায় সাইডে গুয়জা দেয়৷
আবার ঝুটা ভাণ্ড বাটি ধুয়ে রাখতে যায়, যেন সেহেরিতে দেরি না হয়ে যায় জোগার জন্ত করতে৷
এরপর এলারম দিয়ে ঘুমায়তে যায়৷
রাত ২টা বাজে উঠে সেহেরির গরম গরম ভাত রান্দে৷
মুরগি তরকারি রান্দা করে৷
যাদের মাঝ রাতে উঠা মুখের রুচি থাকে না, খাইতে অনেক কষ্ট হয়, তাদের জন্য মুরগির ডিম ভাজে, শুকনা মরিচ টালে রান্না ঘরের দরজা বন্ধ করে৷ যেন যারা ঘুমায়, তাদের কাশি না আসে, ঘুমে ডিস্টার্ব না হয়৷
আলু ভত্তা করে।
মানুষদের ঘুম থেকে ৫ বার করে ডেকে উঠায়৷ সেহেরির সময় হইসে৷
সবাইরে খাবার বাইড়ে খাওয়ায়৷
সারাদিন চা খাওয়া হবে না, এটা কেমন লাগে?
তাই সেহরির পর চা বানায় খাওয়ায়৷
সবাই ফজরের পর ঘুমাইতে যায়৷
সে ভান্ড বাটি ধুইতে যায়৷
এলারম দিয়ে ঘুমাইতে যায়, ৮টা বাজে উঠা লাগবে৷
কাজ আছে৷
আর এতো কিছুর মাঝে নামাজ - দোয়া পড়া তো আছেই৷
রিপিট৷
...
৯৪৮ পঠিত ... ০৪:১৬, এপ্রিল ২৬, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top