আইনস্টাইন একসঙ্গে থাকার ব্যাপারে স্ত্রীকে যেসব অদ্ভূত শর্ত দিয়েছিলেন

৮৪১৬ পঠিত ... ১৬:৩৩, মার্চ ৩১, ২০২১

einstein 1st wife

বাল্যকাল থেকে মৃত্যু পর্যন্ত প্রেম আইনস্টাইনের জীবনে অনেকবার এসেছে। মা-বাবার অমতেই প্রেম করে বিয়ে কলেজের সহপাঠিনী মিলেভার সঙ্গে। ১৯০৩ সালে ৬ জানুয়ারিতে সেই বিয়ের আগে অবশ্য তাদের একটি কন্যাসন্তানও হয়। বিয়ের পর দুই ছেলে। স্বামী-স্ত্রীর সম্পর্ক খারাপ হতে শুরু করে দ্বিতীয় ছেলে জন্মানোর পর, ১৯১১ সাল থেকে। প্রথমে খিটিমিটি, তারপর তুমুল ঝগড়া। অবস্থা এমন হল যে, মিলেভা দুই ছেলে নিয়ে আলাদা থাকেন। সেসময় আইনস্টাইন তাঁকে ফিরে এসে একসঙ্গে থাকার কিছু শর্ত দেন। শর্তগুলো এমন—

১. তোমাকে নিশ্চিত করতে হবে:

ক) আমার জামাকাপড় যেন পরিষ্কার থাকে।
খ) আমার ঘরে যেন তিনবেলা খাবার পৌঁছে দেওয়া হয়।
গ) আমার শোবার ঘর আর পড়ার টেবিল যেন সাজানো-গোছানো থাকে, আমার টেবিল যেন রাখা থাকে শুধু আমার ব্যবহারের জন্যই।

২. অত্যাবশ্যকীয় সামাজিক প্রয়োজন ছাড়া আমার সঙ্গে সব রকম ব্যক্তিগত সম্পর্ক তুমি ত্যাগ করবে। বিশেষ করে, তুমি কখনও আশা করবে না যে—

ক) বাড়িতে আমি তোমার পাশে বসব।
খ) আমি তোমাকে সঙ্গে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যাব।

৩. আমাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এগুলো তোমাকে মানতে হবে—

ক) তুমি আমার কাছ থেকে কোনও সঙ্গসুখ আশা করবে না, আমাকে গালমন্দও করবে না।
খ) আমি বলামাত্র আমার সঙ্গে কথা বলা বন্ধ করবে।
গ) আমি বলামাত্র আমার শোবার বা পড়ার ঘর থেকে বিনা প্রতিবাদে চলে যাবে।

৪. বাচ্চাদের সামনে আমাকে কখনও, কথায় বা কাজে, হেয় করতে পারবে না।

 

অতঃপর...

চাকর-বাকর হলেও কথা ছিল, স্বামী-স্ত্রী হিসেবে ওইসব শর্ত মেনে এক ছাদের তলায় থাকা কি সম্ভব? তবু মিলেভা শর্তাবলি মেনে আইনস্টাইনের সঙ্গে থাকতে এলেন। দুই ছেলের মুখ চেয়ে, কারণ বাচ্চারা ভালবাসে বাবাকে। ততদিনে আইনস্টাইনের জীবনে অন্য নারী এসে গেছেন— তাঁর মাসতুতো বোন এলজা লোয়েনথাল, যার সঙ্গে ছোটবেলায় খেলাধুলো করতেন আইনস্টাইন। এলজা তখন বিয়ের কিছুদিন পরে দুই মেয়েকে নিয়ে ডিভোর্সি। এলজাকে নিয়ে আইনস্টাইন-মিলেভার দাম্পত্য কলহ উঠল চরমে। দু’জনে কোর্টের দ্বারস্থ হলেন। ১৪ ফেব্রুয়ারি, ১৯১৯। আদালত মঞ্জুর করল বিবাহবিচ্ছেদ। ডিভোর্স পেতে আগ্রহী আইনস্টাইন কোর্টে কবুল করলেন জজসাহেব যা শুনতে চান— তিনি পরকীয়ায় লিপ্ত। ২ জুন এলজাকে বিয়ে করলেন আইনস্টাইন।

তথ্যসূত্র: আনন্দবাজার

৮৪১৬ পঠিত ... ১৬:৩৩, মার্চ ৩১, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top