কিংবদন্তি জাপানি চলচ্চিত্র নির্মাতা আকিরো কুরোসাওয়ার ৮টি চমৎকার উক্তি

২৪৩৭ পঠিত ... ১৫:৩৫, মার্চ ২৩, ২০২১

আমি বা আপনি ছোট থেকে যেই ‘স্টার ওয়ারস’ দেখে বড় হয়েছি এবং হচ্ছি, তার অনুপ্রেরণা স্টার ওয়ারসের পরিচালক জর্জ লুকাসও পেয়েছিলেন তাঁর ছোটবেলায়। ‘দ্য ডিজিটাল ফোর্ট্রেস (The Digital Fortress)’ নামক সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছিল বিশ্বব্যাপী সিনেমার জগৎকে সমৃদ্ধ করা স্টার ওয়ারস। আর এই সিনেমা তৈরি করেছিলেন আকিরা কুরোসাওয়া। জাপানিজ এই পরিচালক সেভেন সামুরাই, রাশোমন, র‍্যানসহ নানা জনপ্রিয় সিনেমারও পরিচালনা করেন। আসুন পড়ে ফেলা যাক ১৯১০ সালের ২৩ মার্চ জন্ম নেয়া এই বিশিষ্ট পরিচালকের আত্মজীবনী ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’ ও বিভিন্ন সাক্ষাৎকার থেকে তুলে আনা তার নিজস্ব কিছু কথা। 

akiro kurosawa quotes earki
১# পাগলের দুনিয়ায় একমাত্র পাগলেরাই সুস্থ। 

২# শিল্পী হওয়ার অর্থ হল কোন কিছু থেকে নিজের চোখকে কখনো সরিয়ে না নেওয়া। 

৩# আমার কাউকে ঘৃণা করার সামর্থ্য নেই। আমার অত সময়ই নেই। 

৪# আমি যেখানেই যাই, যদি সে দেশের ভাষা নাও জানি, আমি কখনো অবাঞ্ছিত বোধ করি না। পৃথিবীটাকে আমি আমার ঘর মনে করি। যদি অন্যরাও তেমন মনে করতো, তবে তারাও বুঝতো আন্তর্জাতিক বৈসাদৃশ্য ব্যাপারটি কতটা অদ্ভুত এবং এর অবসান ঘটাত। 

৫# আমি মনে করি, আমার সব সিনেমার মধ্যে একটি বিষয়ে মিল আছে। ভেবে বললে আমি বলতে পারি আমার সব সিনেমাতেই একটি সর্বজনীন প্রশ্ন আছে। আর সেটি হল, 'মানুষ কেন একসাথে সুখী হতে পারে না?'

৬# আমার মতে সিনেমা নির্মাণ সবকিছুকে একত্র করে। এ কারণে সিনেমা তৈরিকে আমি আমার জীবনের একমাত্র পেশা করেছি। সিনেমায় চিত্রকর্ম ও সাহিত্য থেকে থিয়েটার ও মিউজিক সব একত্রে মিলেমিশে যায়। 

৭# অন্য কথায় বলতে গেলে, আমার থেকে সিনেমাকে বিয়োগ করলে উত্তর পাওয়া যাবে শূন্য। 

৮# ক্লাসে শিক্ষক যখন পড়াতেন, তখন প্রায়শই তিনি আমার দিকে তাকিয়ে বলতেন, 'আকিরা বোধহয় এটা বুঝতে পারবে না' বা 'আকিরার জন্য এটি সমাধান করা অনেক কঠিন হয়ে পড়বে'। অন্যান্য ছাত্র-ছাত্রীরা ঘুরে আমার দিকে তাকাতো এবং চুপিচুপি হাসতো। কিন্তু আমি যতই খারাপ অনুভব করে থাকি না কেন, উনি ঠিক ছিলেন। যেই বিষয়ই হোক না কেন, আমার কাছে সবসময় তা দুর্বোধ্য লাগতো!

২৪৩৭ পঠিত ... ১৫:৩৫, মার্চ ২৩, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top