ইংল্যান্ডে মানুষ কাজের ফাঁকের ছোট্ট বিরতিতে সময় কাটাচ্ছে ছাগলের সাথে

৫৫৫ পঠিত ... ২১:২৭, ফেব্রুয়ারি ০৮, ২০২১

goat conference

ক্লাস আর অফিস মিটিং এর কল্যানে অনলাইন মিটিং এর কথা শুনলেই মনে হয় দেড়-দু’ঘন্টার অত্যাচার বুঝি এই আবার শুরু হতে চলল! কিন্তু ইংল্যান্ডের ইংরেজ সাহেব-সাহেবানরা নাকি সাধ করে নিজস্ব উদ্যোগে ‘ছাগলের ফার্মের’ সাথে অনলাইন মিটিং আয়োজন করে চলছেন। ৫ মিনিটের এই অনলাইন মিটিং এ হয় না কোনো কাজের কথা। কিন্তু একটি কাজের কাজ হয়। তা হল সুদর্শন ছাগলের সাথে বিশেষ ৫ মিনিট কাটানোর সুযোগ পাওয়া যায়! গোলমেলে লাগছে শুনে? তবে আসুন আপনাদের প্রথমে কিছু পেছনের ঘটনা জানিয়ে নেই। 

goat zoom conference (3)

ডট ম্যাককার্থির ইংল্যান্ডের ল্যাংকশায়ারের রসেনডেলে রয়েছে ক্রংকশ ফোল্ড ফার্ম। লকডাউনের ফলে ফার্মটি কিছু অর্থনৈতিক সমস্যায় পড়ে। একদিন মজার ছলেই তিনি তার এক সহকর্মীকে বলেন, তাদের ছাগলগুলোকে জুম মিটিং এ দেখানো গেলে মন্দ হতো না কিন্তু! মজার ছলে তিনি একটা ওয়েবসাইটও তৈরি করে ফেলেন। পরদিন যা ঘটল, তার জন্য তারা কেউই প্রস্তুত ছিলেন না। ইমেইলের ইনবক্স থেকে ফোন সবখানে মেসেজ আর কলে ভেসে যাচ্ছে। কারণ, সকলে তাদের ফার্মের ছাগলদের সাথে জুম মিটিংয়ে সময় কাটাতে চায়! তাদের ফার্মের ছাগলগুলো জুম মিটিং এ এসে নিজেদের মতন লাফায়, খেলে কিংবা একমনে পাতা চিবায় (কাঁঠাল পাতা কিনা জানা যায়নি যদিও), আর দর্শকেরা কাজের ফাঁকে ৫ মিনিট ধরে অনলাইনে তাদের দেখে নিজেদের মন-মাথাটাও একটু ভালো করে নেয়। প্রতি পাঁচ মিনিটে যেকোনো নির্দিষ্ট ছাগলের সাথে পাঁচ মিনিটের মিটিং এ দর্শকদের দিতে হবে ৫ পাউন্ড। টাকায় যার পরিমাণ ৫৮৩। 

goat zoom conference (2)

ফার্মটি অনলাইনে প্রদর্শনের জন্য ৭টি ছাগলকে রেখেছে। যাদের নাম হলো- লুলু, ওজিমান্ডিয়াস, লিজা, এলিজাবেথ, ললা, মার্গারেট এবং সাবাসটিয়ান। ফার্মটির ওয়েবসাইট থেকে নাম ও ছবি দেখে সকলে তাদের পছন্দমত ছাগলকে বুক করে রাখতে পারবে। অনলাইনে মার্জ নামক এক ছাগলের সাথে দেখা করার জন্য একটি পরিবার প্রতিদিন বুকিং দিয়ে রাখে।

 

ডট ম্যাককার্থি এক ইন্টারভিউতে বলেন, ‘ ছাগলটি এই পর্যায়ে সেই পরিবারের অংশ হয়ে গিয়েছে।’ প্রতিদিন প্রচুর মানুষ তাদের ফার্মের ছাগলগুলোর সাথে জুম, গুগল মিট, স্কাইপি, ইত্যাদি অ্যাপে সময় কাটায়। এই উদ্ভট উপায়ে ছাগল প্রদর্শন করে ফার্মটি এখন পর্যন্ত ৫০,০০০ পাউন্ডের ওপর আয় করেছে। লকডাউনে যখন নানা ব্যবসা বন্ধ হওয়ার যোগান হয়েছে, তখন ফার্মটির এমন উদ্যোগ মানুষের খুব প্রসংশা কুড়িয়েছে। এছাড়াও করোনা পরিস্থিতির এমন কঠিন সময়ে অভিনব উপায়ে সকলকে ভিন্নমাত্রার বিনোদন দিতে পারাতেও ফার্মটি প্রসংশার দাবিদার। 

৫৫৫ পঠিত ... ২১:২৭, ফেব্রুয়ারি ০৮, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top