নিউইয়র্কের বাথরুম ও রান্নাঘরবিহীন অ্যাপার্টমেন্টের ভাড়া মাসে ১,৩৯,৬৮৯ টাকা

২৫২২ পঠিত ... ১৭:০০, ফেব্রুয়ারি ০৪, ২০২১

আপনার যদি মনে হয় ধানমন্ডি-বনানীর দুই রুম আর এক বাথরুম ও বারান্দার বাসা ২০,০০০ হওয়ায় মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, অথবা মিরপুর-মোহাম্মদপুরের বাসা ১৫,০০০ শুনলেই চোখ কপালে উঠার জোগাড় হয়, তাহলে জেনে রাখুন, বিশ্বের সর্বোচ্চ ব্যয়বহুল শহর নিউইয়র্কের এক রুম সম্বলিত অ্যাপার্টমেন্টের ভাড়া হল প্রতিমাসে  ১,৩৯,৬৮৯ টাকা।

newyork

জি, ঠিকই পড়েছেন। এক লক্ষ ঊনচল্লিশ হাজার ছয়শ ঊননব্বই টাকা। আর তার থেকেও অদ্ভুত ব্যাপার হল অ্যাপার্টমেন্টে নেই কোনো বাথরুম। প্রাকৃতিক ডাকে সাড়া দিতে আপনার দৌড় দিতে হবে পুরো কমপ্লেক্সের বাসিন্দাদের জন্য দেওয়া একটি মাত্র কমন টয়লেটে! 

worst apartment in newyork (2)

নিউইয়র্ক সিটি রিয়েল্টরের সহপ্রতিষ্ঠাতা ক্যামেরান ও টেটাম তাদের টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিও'র মাধ্যমে সকলকে নিউইয়র্ক শহরের সবচেয়ে জঘন্য অ্যাপার্টমেন্টের ট্যুরে নিয়ে যান। সেখান থেকেই বেরিয়ে আসে এই এক রুম সম্বলিত অ্যাপার্টমেন্ট যেখানে নিউইয়র্কের গতানুগতিক অ্যাপার্টমেন্টগুলোর মতন নেই কোনো ওভেন বা চুলা। আছে শুধু এক মিনি ফ্রিজ এবং ছোট্ট এক ক্লজেট বা আলমারি।

worst apartment in newyork (3)

অ্যাপার্টমেন্টে নেই কোনো টয়লেট বা গোসলখানা। মেসে বা হোস্টেলে থাকাকালে যারা সকাল-বিকাল লাইনে দাড়িয়ে থাকতেন প্রাকৃতিক ডাক-কে চেপে তাদের সে স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে এ কমপ্লেক্স বিল্ডিং। কারণ, পুরো বিল্ডিং এর সকল অ্যাপার্টমেন্টের জন্য একটিই টয়লেট আর গোসলখানা। নোংরা পাবলিক টয়লেট এড়িয়ে গিয়ে বাড়িতে গিয়েই সেড়ে ফেলবেন এমন যারা ভাবতেন তাদের কী অবস্থা হবে ভেবে দেখুন তো একবার! আর এসব বৈশিষ্ট্যের বিখ্যাত 'অ্যাপার্টমেন্ট'টির ভাড়া প্রতিমাসে ১৬৫০ ডলার। টাকায় গুণলে যা এক লক্ষ চল্লিশ হাজারের কাছাকাছি। 

worst apartment in newyork (4)

worst apartment in newyork (1)

মনে হতে পারে, বিশ্বের সর্বোচ্চ ব্যয়বহুল শহরে এমন বাড়ি ভাড়া তো হতেই পারে। এমনকি zillow.com এর মতে নিউইয়র্ক শহরের গড় বাড়ি ভাড়াই হল ৩,৪৭৫ ডলার। তাহলে এ তো কম দামে বেশ ভালো সুযোগ! কিন্তু আদতে ১৬৫০ ডলারে আপনি এক রুমের অ্যাপার্টমেন্ট পেলেও তা হয় যথেষ্ট বড় এবং রান্নাঘর থেকে বাথরুম সবটার থাকে সুদর্শন। তাই প্রতিমাসে এত খরচ করে বাথরুম ছাড়া অ্যাপার্টমেন্ট মোটেও ভালো চুক্তির মধ্যে পড়ে না। যদিও আপনার লক্ষ্য যদি হয় বাথরুমের লাইনে দাড়িয়েই সকাল-বিকাল সকলের সাথে সামাজিকতা রক্ষা করা তাহলে আপনাকে সেই অ্যাপার্টমেন্টটিতে স্বাগতম।

২৫২২ পঠিত ... ১৭:০০, ফেব্রুয়ারি ০৪, ২০২১

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top