জিএমবি আকাশের তোলা শিশুদের জীবন বদলে দেয়া কিছু ছবি

১৪৮৮ পঠিত ... ২০:২০, ডিসেম্বর ২০, ২০২০

সুইপার থেকে পতিতাবৃত্তি, বাল্যবিবাহ থেকে শিশুশ্রম, বিখ্যাত আলোকচিত্র সাংবাদিক জিএমবি আকাশ বাংলাদেশের নিম্নশ্রেণীর বিভিন্ন পেশার মানুষের ছবি তুলে এবং তাদের গল্প সকলের মাঝে ছড়িয়ে দিয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। ছবি তোলার মধ্যে দিয়ে তিনি নানা সামাজিক সমস্যা নিয়ে সচেতনতা তৈরি করার চেষ্টা করেন। ‘World Press Photo Award for Daily Life’ পুরস্কার পাওয়া এই আলোকচিত্রী বর্তমানে শিশুশ্রমে যুক্ত থাকা বেশ কয়েকজন শিশুকে নিজের অর্থে স্কুলে পড়ানোর দায়িত্ব নিয়েছেন। 

বাংলাদেশে বর্তমানে প্রায় ৪ লাখ শিশু অর্থাভাবে পড়াশুনার সুযোগ পাচ্ছে না। বয়সে ছোট হলেও তারা পেটের দায়ে হাতে তুলে নিচ্ছে বড়দের করা বিপজ্জনক কাজগুলো। জিএমবি আকাশ ১৫ বছর ধরে শিশুশ্রম প্রতিরোধে কাজ করে চলেছেন। সে লক্ষ্য থেকেই তার এই ছোট উদ্যোগ যা কিছু শিশুর জীবনে নিয়ে আসবে বিশাল পরিবর্তন। তিনি এই শিশুদের বাবা-মা’র অনুমতি নিয়ে সম্পূর্ণ নিজ অর্থে তাদের স্কুলে পড়ার সুযোগ করে দিয়েছেন। 

চলুন দেখে নেওয়া যাক জীবনের গতিপথ পাল্টে গিয়ে এক নতুন জীবনে রুপান্তর হওয়া ছোট্ট বাচ্চাগুলোর নতুন দিনের ছবিগুলো।

  

 ১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#

 

৬#

  

৭#

 

৮#

 

 

৯#

 

 

১০#

 

১১#

 

১২#

 

১৩#

  

১৪#

14

 

১৫#

 

১৬#

 

১৭#

১৪৮৮ পঠিত ... ২০:২০, ডিসেম্বর ২০, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top