টিআইবির দুর্নীতি বিরোধী কার্টুন প্রতিযোগিতা: করোনাভাইরাস মোকাবেলায় দুর্নীতি

১৮২৭ পঠিত ... ১৪:৫১, ডিসেম্বর ১৩, ২০২০

কার্টুন কী? সুক্ষ্ম রসবোধ আর মজাদার আঁকার এক দারুণ মিশেল হলো কার্টুন। তবে হাসি ঠাট্টা নয়, যুগে যুগে কার্টুন হয়ে উঠেছে সমাজের নানা অসংগতির দিকে আঙ্গুল তোলার উৎকৃষ্ট হাতিয়ার। বিশাল সংখ্যক মানুষকে খুব সহজেই একটা ছোট্ট কার্টুনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যায় খুব জটিল সব বিষয়। তাই জনসচেতনতার জন্য কার্টুন খুব দারুণ এক মাধ্যম। আর বাংলাদেশ যখন সগৌরবে দুর্নীতিতে বিশ্বসেরা, তখন কার্টুনের বিষয় যে দুর্নীতি হবে সেটাই তো স্বাভাবিক। পৃথিবীর এই সংকটময় করোনাকালেও থেমে থাকেনি দেশের দুর্বার দুর্নীতিবাজরা। তাই কার্টুন দিয়েই চেষ্টা করা হলো তাদের এক হাত দেখে নেয়ার।

দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজন করে দুর্নীতি বিরোধী কার্টুন প্রতিযোগিতা। এবার ছিল আয়োজনটির ১৫তম আসর। এবারের থিম ছিল 'করোনাভাইরাস মোকাবেলায় দুর্নীতি'। দুটি বিভাগে ১৩০ জন কার্টুনিস্টের আঁকা মোট ২৮৭টি কার্টুন জমা পড়ে। ৯ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতি দিবসে অনলাইনে ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তারুণ্য: কার্টুন ও চিত্রশিল্প’ শীর্ষক একটি আলোচনা এবং ১৫তম দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা ও অনলাইন প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার বিচারক ছিলেন কার্টুনিস্ট ও দৈনিক পত্রিকার সম্পাদক শাহরিয়ার খান, উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব এবং শিল্পী ও অধ্যাপক শিশির ভট্টাচার্য।      

অধ্যাপক শিশির ভট্টাচার্য বলেন, ‘এই প্রতিযোগিতা শুধু কার্টুন আঁকাই নয়, বরং এক ধরনের সচেতনতা তৈরি করছে। এই সচেতনতা পাঠ্যবই পড়ে হয় না। এর জন্য সংস্কৃতি দরকার, পারিবারিক শিক্ষা দরকার, চোখ-কান খোলা রাখা দরকার। দুর্নীতি যে খারাপ বিষয় তা কার্টুনের মাধ্যমেই একজন কার্টুনিস্ট তুলে ধরেন। অনেক জরুরি বিষয় লিখে যতটা বোঝানো যায়, তা কিন্তু কার্টুনের ভাষায়, ছবির ভাষায় ৮০ শতাংশ মানুষকে আরো ভালোভাবে বোঝানো সম্ভব।’ 

ক বিভাগে প্রথম ইসমাইল মাহমুদের আঁকা কার্টুন

 

ক বিভাগে দ্বিতীয় আসিফ মোহাম্মদ ইউসুফের আঁকা কার্টুন

 

ক বিভাগে তৃতীয় তাসনীম সামিহা ইসলামের আঁকা কার্টুন

এবার এই কার্টুন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে (১৩-১৮ বছর) ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষার্থী মো: ইসমাঈল মাহমুদ, নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী আসিফ মোহাম্মদ ইউছুফ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বিআইএসটি)-এর শিক্ষার্থী তাসনিম সামিহা ইসলাম। আর ‘খ’ বিভাগে (১৯-২৫ বছর) ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অংকন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থী মাহাতাব রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুরন্ত সাদাত মাহবুব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অংকন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থী শিক্ষার্থী রাহুল রাজ দেবনাথ। উভয় গ্রুপের বিজয়ী তিনজনকে যথাক্রমে ৭৫ হাজার, ৫০ হাজার ও ৪০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া দু’টি বিভাগ থেকে মোট ৪২ জন কার্টুনিস্টকে বিশেষ মনোনয়ন দেওয়া হয়।

 

খ বিভাগে প্রথম মাহাতাব রশীদের আঁকা কার্টুন

 

 

খ বিভাগে দ্বিতীয় দুরন্ত শাদাত মাহবুবের আঁকা কার্টুন

 

 

খ বিভাগে তৃতীয় রাহুল রাজ দেবনাথের আঁকা কার্টুন

কার্টুন প্রতিযোগিতার বিজয়ী ও বিশেষ মনোনয়নপ্রাপ্ত ৪৮জন কার্টুনিস্টের মোট ৮০টি কার্টুন নিয়ে অনলাইনে চলছে বিশেষ প্রদর্শনী চলবে। প্রদর্শনী দেখা যাবে এই লিংকে- https://www.ti-bangladesh.org/cartoon-exhibition 

১৮২৭ পঠিত ... ১৪:৫১, ডিসেম্বর ১৩, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top