দ্য কুইন’স গ্যাম্বিট সিরিজটি সম্পর্কে ১০টি মজার তথ্য

১০৭৪ পঠিত ... ১৮:৪৩, ডিসেম্বর ১২, ২০২০

আর পাঁচটা ওয়েব সিরিজের মতনই ভেবেছিল সকলে নেটফ্লিক্সে আসা নয়া মিনি সিরিজ ‘দ্য কুইন’স গ্যাম্বিট’কে। কিন্তু ৯ বছর বয়সী বেথ হারমন নামের এক দাবাড়ু প্রডিজির জীবন কাহিনী নিয়ে বানানো সিরিজটি মুক্তি পাওয়ার পর, দাবার দানের মতনই উল্টেপাল্টে দিল নেটফ্লিক্সসহ আরো বিভিন্ন জায়গার বিভিন্ন পরিসংখ্যান। ওয়েব সিরিজটি মার্কিন লেখক ওয়াল্টার টেভিসের একই নামের ১৯৮৩ সালের উপন্যাস থেকে নেওয়া। সিরিজটি নির্মান করেছেন অস্কারজয়ী চিত্রনাট্যকার স্কট ফ্র্যাঙ্ক এবং তার সাথে ছিলেন অ্যালান স্কট। আসুন জেনে নেওয়া যাক দ্য কুইন’স গ্যাম্বিটের দাবার চালের মতন সব বদলে দিয়ে তৈরি করা নতুন সব রেকর্ড ও মজার কিছু তথ্য।

১# চলতি বছরের ২৪ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায় মিনি সিরিজ দ্য কুইন’স গ্যাম্বিট। 

২# মাত্র ২৮ দিনে ৬ কোটি ২০ লাখ নেটফ্লিক্স ব্যবহারকারী দেখে ফেলেছেন এই সিরিজ। 

৩# বিশ্বের ৬৩টি দেশে নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা কন্টেন্টের মাঝে এক নম্বরে এবং ৯৩টি দেশে সিরিজটি জায়গা করে নিয়েছে সেরা দশে। 

৪# E-bay তে দাবার সেটের জন্য অনুসন্ধান বেড়েছে ২৫০ শতাংশ এবং Goliath Games এর সুত্র অনুযায়ী ই-বে’তে দাবার সেট বিক্রি বেড়েছে ১৭০ শতাংশ। 

৫# গুগল সার্চে ‘How to play chess’ দিয়ে কুয়েরি পেয়েছে ৯ বছরে সর্বোচ্চ হিট। 

৬# বের হওয়ার ৩৭ বছর পর দ্য কুইন’স গ্যাম্বিট উপন্যাসটি উঠে এসেছে নিউইয়র্ক টাইমস বেস্টসেলারে। 

৭# Chess.com এ নতুন দাবা খেলোয়াড়ের সংখ্যা বেড়েছে পাঁচ গুণ। 

৮# এই সিরিজের একটি দৃশ্য ছোট ও বড় পর্দার স্পোর্টস ড্রামা বিভাগে ‘সেরা খেলার দৃশ্য’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

৯# সিরিজের অভিনেতা-অভিনেত্রীরা দাবার প্রতিটি চাল মনে রেখে প্রতিটি দৃশ্যে চালগুলো খেলেছে সময়মত। এমনকি স্পিড রাউন্ডের প্রতিটি চালও ছিল তাদের মুখস্ত। 

১০# সিরিজটির প্রেক্ষাপট ৬০ এর দশকে হলেও বাস্তবে নারীরা ১৯৮০ সালের আগ পর্যন্ত পায়নি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ।

 

১০৭৪ পঠিত ... ১৮:৪৩, ডিসেম্বর ১২, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top