আগে ট্যাবলেটের বোতলে তুলা থাকতো কেন?

২৩৪৫ পঠিত ... ১৮:৩৩, ডিসেম্বর ০৭, ২০২০

ট্যাবলেটের বোতলের অর্ধেক তুলা দিয়ে ভর্তি থাকতো, এটা বোধহয় আমরা সবাই ছোটকালে দেখেছি। কিন্তু এখন এটা আর দেখা যায় না। ট্যাবলেটের বোতলে তুলা রাখার একটা বিশেষ কারণ ছিল। 

বিংশ শতাব্দীর শুরুর দিকে ফার্মাসিউটিক্যলস কোম্পানিগুলো বোতলে ট্যাবলেট ঢুকিয়ে বাকী খালি অংশ তুলা দিয়ে ভর্তি করে দিতো। এর প্রাথমিক কারণ হচ্ছে পুরো বোতলটা ভর্তি করে ফেলা যাতে ট্যাবলেটগুলো বেশি নড়াচড়া না করতে পারে। তখন ট্যাবলেটগুলো ছিল অনেকটাই ভঙ্গুর এবং বোতল নড়াচড়া করার সময় ভেতরের ট্যাবলেটগুলো ভেঙ্গে যাওয়ার যথেষ্ঠ সম্ভাবনা ছিল। তুলা দিয়ে পুরো বোতল ভর্তি থাকলে এই সম্ভাবনা অনেকটাই কমে যায়। 

কিন্তু ১৯৮০’র দশকে ফার্মাসিউটিক্যলস জগতে বিপ্লব ঘটে। এ সময় অভঙ্গুর আস্তরণযুক্ত ট্যাবলেট ধারণার উদ্ভব হয়। কোম্পানিগুলো তখন কোটেড ট্যাবলেট বা আস্তরণযুক্ত ট্যাবলেট উৎপাদন শুরু করে। সেই সঙ্গে বোতলের গায়ের সঙ্গে লেগে ট্যাবলেট ভাঙ্গার চিন্তাও দূর হয়। কিন্তু যেহেদু দশকের পর দশক মানুষ ট্যাবলেটের বোতলে তুলা পেতো, তাই তুলা ছাড়া শুধু ট্যাবলেট গ্রহকরা প্রথমে মেনে নিতে চায়নি। কোম্পানিগুলো অনেক চেষ্টা করেছে গ্রাহকদের বোঝানোর, কিন্তু তুলা ছাড়া ট্যাবলেট আগের মতো ভালো কিনা, এটা গ্রহকদেরকে বোঝানো বেশ কষ্টসাধ্যই ছিল। অনেক ফার্মাসিউটিক্যলস কোম্পানিতো রণে ভঙ্গ দিয়ে আবারও বোতলে তুলা ঢুকিয়ে বাজারজাত শুরু করে এবং অনেকদিন পর্যন্ত এই ধারা চালু রাখে। সম্ভবত একই কারণে এখনো বিশ্বের কোনো কোনো জায়গায় ট্যাবলেটের বোতলে তুলা দেওয়া হয়।    

তবে এখন পাবলিক হেলথ এক্সপার্টসরা উল্টা বোতলে যাতে কোনভাবে তুলা দেওয়া না হয়, সে ব্যাপারে সতর্ক করে থাকেন। যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ) সতর্ক করে দিয়ে বলেছে, বোতলে তুলা দিলে সেটি ট্যাবলেটের ময়েশ্চার ভাব দূর করে দিতে পারে, যা ট্যাবলেটের গুণগত মান ক্ষুন্ন করতে পারে। 

২৩৪৫ পঠিত ... ১৮:৩৩, ডিসেম্বর ০৭, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top