আইফোনের i দিয়ে আসলে কী বোঝায়?

৬৭২ পঠিত ... ১৭:৫৫, নভেম্বর ১৬, ২০২০

বর্তমানে স্মার্টফোনের দুনিয়ায় যে বিপ্লব আমরা দেখছি, তার শুরুটা হয়েছিল ২০০৭ সালে, যখন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস সারা দুনিয়াকে চমকে দিয়ে iPhone রিলিজ করেন। কিন্তু আইফোনের i দিয়ে আসলে কী বোঝায়?

i দিয়ে ইন্টারনেট বোঝাচ্ছে, এটা মোটামুটি খুব সহজেই সবাই বুঝতে পারবে, কারণ প্রথম আইফোনেই ওয়েব ব্রাউজ করা যেতো। আবার i দিয়ে ‘আমি’ও বোঝাতে পারে, কারণ পছন্দের অ্যাপস এবং ফিচার দিয়ে আপনার আইফোনটিকে আপনি নিজের মতো করে সাজাতে পারেন।

তবে আইফোন উন্মোচনের অনেক আগে অ্যাপলের পণ্যে i ব্যাবহার করা হয়েছিল। ১৯৯৮ সালে অ্যাপল পার্সোনাল কম্পিউটার iMac উন্মোচন করে। তখন মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ না থাকলেও কম্পিউটারে সে সুবিধা ছিল। ম্যাকের ইন্টারনেট ক্যাপাবিলিটিজ বোঝানোর জন্য এর নামের আগে i যোগ করা হয়েছিল। কিন্তু স্টিভ জবস যখন iMac উন্মোচন করলেন, তখন i এর ব্যাখ্যা দিতে গিয়ে শুধু ইন্টারনেটের কথাই বলেননি। তিনি ‘internet, individual, instruct, inform, inspire’ এই পাঁচটি শব্দ উল্লেখ করেছিলেন।

iMac এবং iPhone এর অত্যধিক জনপ্রিয়তার কারণে অ্যাপল পণ্যের সঙ্গে i অক্ষরটা পাকাপাকিভাবে সেঁটে গেছে। পরবর্তীতে দেখা গেছে, ইন্টারনেট অ্যাকসেস নেই, এমন ডিভাইসের নামের আগেও i যুক্ত করা হয়েছে। যেমন ২০০১ সালে বাজারে আসা iPod.

৬৭২ পঠিত ... ১৭:৫৫, নভেম্বর ১৬, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top