কোলে নিয়ে বসলে শিশুরা কেঁদে ওঠে কেন?

৭৮৯ পঠিত ... ১৩:০২, নভেম্বর ১৫, ২০২০

বাবা-মায়েরা এটা খুব ভালো করেই জানেন যে কোলের শিশুকে নিয়ে কোথাও বসলে সে কেঁদে ওঠে। এটা শিশুদের একটা অদ্ভুত আচরণ। এমনকি কোলে ঘুমিয়ে থাকা শিশুটিও বসামাত্রই কেঁদে ওঠে। কেন?

 

ডিজিটাল লাইফস্টাইল ম্যাগাজিন Fatherly বিষয়টিকে আমাদের বিবর্তনের সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করেছে। 

তাদের মতে শিশুর এই আচরণ মানুষের বিবর্তনের অংশ। অনুমান করুন যে আপনি কোলে একটি শিশুকে নিয়ে জঙ্গল দিয়ে কোথাও যাচ্ছেন অথবা জঙ্গলেই আশ্রয় নিয়েছেন। চারপাশে ভয়ঙ্কর জন্তুর মাঝখানে আপনার কোলের শিশুটি যদি কেঁদে ওঠে, তখন কী হবে! বাবা-মায়ের কোলে চলন্ত অবস্থায় যে শিশুরা কাঁদে না, এটা সেখান থেকেই এসেছে। কিন্তু যখনই এই চলা থেকে গিয়ে একটি স্থিরাবস্থায় চলে আসে, তখনই শিশুরা আবার কেঁদে ওঠে। 

কারেন্ট বায়েলোজি নামের একটি জার্নালে ২০১৩ সালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই গবেষণায় গবেষকরা ১২টি শিশুকে - মায়ের কোলে, মা যখন কোলের শিশুকে নিয়ে কোথাও বসেছেন এবং বিছানায় শোয়া অবস্থা - এই  তিনটি ভিন্ন ভিন্ন অবস্থায় রেখে তাদের হৃদস্পন্দন পর্যবেক্ষণ করেছেন।

গবেষকরা দেখেছেন মা যখন শিশুকে কোলে নিয়ে ঘোরেন, তখন শিশুর হৃদস্পন্দন তুলনামূলক কম থাকে। গবেষকরা লিখেছেন, এই গবেষণা প্রমাণ করে মা যখন শিশুকে কোলে নিয়ে ঘোরেন, তখন শিশু ব্যবহার এবং সাইকোলজিক্যাল দিক থেকে বেশি আরাম অনুভব করে। 

এটা যে শুধু মানুষের শিশুর বেলায় হয়, তা না। এই একই গবেষনায় এটাও বলা হয়েছে যে বিড়াল, ইদুঁর, সিংহের বাচ্চারাও তুলনামূলক বেশি আরাম ও নিরাপদ অনুভব করে যখন তাদের মায়েরা তাদেরকে ক্যারি করে। একটামাত্র গবেষণা থেকেই নিশ্চিতভাবে সবকিছু বলা যাবে না, সেটি ঠিক আছে। কিন্তু একটা উত্তর তো অন্তত পাওয়া গেলো!

৭৮৯ পঠিত ... ১৩:০২, নভেম্বর ১৫, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top