লিওনার্দো ডিক্যাপ্রিয়ো সম্পর্কে আপনি যা নাও জানতে পারেন

১৪২৮ পঠিত ... ২০:১৫, নভেম্বর ১১, ২০২০

একটি আনঅফিশিয়াল গবেষণায় জানা গেছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই হলিউডি প্রিয় নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিও, যিনি সারা বাংলায় 'টাইটানিকের নায়ক' বা 'জ্যাক' হিসেবেও খ্যাত। তবে এখনকার মিমযুগে মিম টেমপ্লেট হিসেবেও তিনি অন্য সবার চেয়ে এগিয়ে। চলুন আজ জেনে নেয়া যাক প্রিয় নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিয়ো সম্পর্কে কিছু অজানা ফ্যাক্টস।

১# লিওনার্দো দ্য ভিঞ্চির সাথে মিল রেখেই তার নাম রাখা হয়
ডিক্যাপ্রিয়োর মা যখন গর্ভবতী, ইতালির ফ্লোরেন্সে তখন একবার লিওনার্দো দ্য ভিঞ্চির এক ছবির সামনে দাঁড়াতেই অনাগত শিশু প্রথমবারের মতো পেটে লাথি দিলো। তখনই ইর্মেলিন ডি ক্যাপ্রিও ঠিক করলেন, তার বাচ্চার নাম রাখবেন লিওনার্দো উইলহেম ডিক্যাপ্রিয়ো!
(যদি ডি ক্যাপ্রিয়োর মা হিরো আলমের একটি পোস্টারের সামনে দাঁড়াতেন, কী হতো তা ভাবতেও ডর লাগে!)

২# পাঁচ বছর বয়সে প্রথম অভিনয় করেন
ডিক্যাপ্রিয়ো প্রথম অভিনয় শুরু করেন শিশুতোষ টেলিভিশন শো 'Rompers Room' এ। তখন তাঁর বয়স পাঁচ বছর। পরবর্তীতে তিনি অসংখ্য কমার্শিয়াল, নাটক, সিনেমার খন্ড চরিত্রে অভিনয় করলেও এক ধাক্কায় তিনি বিশাল দর্শকের দৃষ্টি আকর্ষণ করেন 'What's Eating Gilbert Grape' সিনেমায় একজন বুদ্ধি প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করে। সেবারই একাডেমি অ্যাওয়ার্ডের 'বেস্ট সাপোর্টিং এক্টর' বিভাগে মনোনয়ন পান। সিনেমায় লিড রোলে ছিলেন জনি ডেপ।

৩# দুবার করে টাইটানিক দেখেছিল আমেরিকান কিশোরীরা
সিনেমাপ্রেমী না হলেও 'টাইটানিক' দেখেননি, এমন মানুষের সংখ্যা আসলেই কম। অনেকের জীবনেই প্রথম দেখা ইংরেজি সিনেমা টাইটানিক। কিন্তু আপনি কি জানেন, আমেরিকার কিশোরীদের মাঝে ৭% মেয়ে উদ্বোধনী সপ্তাহেই 'টাইটানিক' সিনেমাটি দু'বার করে দেখেছিল? এটি নিঃসন্দেহে একজন অভিনেতার জন্য চমকপ্রদ তথ্য!

৪# পরিবেশ নিয়ে কাজ করেছেন
ডিক্যাপ্রিয়ো আবহাওয়া পরিবর্তন ও পরিবেশ বিজ্ঞান নিয়ে অনেক কাজ করেছেন। একবার টাইম ম্যাগাজিনের এক ইন্টারভিউয়ার সাক্ষাৎকার নেওয়ার সময় আসল লিওর প্রতি হতাশ মনোভাব ব্যক্ত করেন৷ অন্যান্য বিষয়ের চেয়ে লিও আমাদের যেসব প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে সেসব নিয়ে কথা বলছিলেন, এবং মুহূর্তেই ২০টি বিপন্ন প্রজাতির প্রাণীর নাম বলেছিলেন।
ইন্টারভিউয়ার এসব দেখে লিওকে 'Boring' বলেন!

৫# মডেলদের সাথে ঘুরতে পছন্দ করেন
লিওনার্দো ডিক্যাপ্রিও মডেলদেরকে সাথে নিয়ে ঘুরতে এবং তাদের সাহচর্য পছন্দ করেন। তবে সবসময় তাঁর জন্য এটি অনুকূল হয়নি। ২০০৫ সালে একটি পার্টিতে এরেথা উইলসন নামের একটি মডেল ডিক্যাপ্রিয়োকে ভাঙ্গা বোতল দিয়ে মাথার উপরে আঘাত করে। এতে তাঁর মুখমন্ডল বেশ আহত হয়। পরবর্তীতে ২০১০ সালে আদালত এরেথাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেয়।

৬# বন্যপ্রাণী সংরক্ষণে উদ্যোগ
২০১০ সালে লিওনার্দো ডিকাপ্রিয়ো রাশিয়ার বাঘ সম্মেলনে বন্যপ্রাণী সংরক্ষণ সমিতিকে ১০ লক্ষ ডলার অনুদান দিয়েছিলেন। একাধিক ফ্লাইট ডিলে হওয়ার সত্ত্বেও, ডিক্যাপ্রিয়ো এই ইভেন্টে জায়গা করে নেয়ার ব্যাপারে ছিলেন অবিচল, এর পরিপ্রেক্ষিতে ভ্লাদিমির পুতিনকে তাঁকে 'সত্যিকারের মানুষ' হিসাবে আখ্যা দেন।

৭# অস্কার দুর্ভাগ্য ও অতঃপর...
প্রচন্ড দর্শন জনপ্রিয়তার সত্ত্বেও দুর্ভোগ ছাড়েনি এই অসাধারণ এবং নিঁখুত অভিনেতাকে। ১৯৯৪ সাল থেকে শুরু করে পরপর ছয়বার অস্কার নমিনেশন পেলেও দেখতে পারছিলেন না অস্কার বিজয়ের গৌরব। অবশেষে ২০১৬ সালে 'The Revenant' সিনেমার জন্য 'সেরা অভিনেতা' হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি eআরকিকে জানান, 'কপালটা বাপ্পারাজের চেয়েও খারাপ!'

১৪২৮ পঠিত ... ২০:১৫, নভেম্বর ১১, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top