ট্রাম্প যদি হোয়াইট হাউজ ছাড়তে না চান, তাহলে কী হবে?

১০৪৫ পঠিত ... ১৪:২৬, নভেম্বর ০৬, ২০২০

শপথ না নিয়েও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট যদি জানুয়ারির ২০ তারিখ দুপুরের পর হোয়াইট হাউজের ওভাল অফিস ছাড়তে না চায়, তাহলে তাকে জোর করে বের করা হবে। এমন ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটেনি, কখনো আলোচনায়ও আসেনি। কিন্তু ট্রাম্পের গত কয়েক মাসের কথাবার্তায় এই আলোচনা হালে পানি পেয়েছে। 

প্রথমেই বলে রাখছি, যুক্তরাষ্ট্রে অবশ্যই জানুয়ারির ২০ তারিখে নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন। এটার কোনো বিকল্প নেই। কিন্তু যদি আগেহর প্রেসিডেন্ট গদি না ছাড়তে চান, তখন ?

সেক্ষেত্রে নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন এবং সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রেসিডেন্টের জন্য যে সিক্রেট সার্ভিস, সেটি নতুন প্রেসিডেন্টের আন্ডারে চলে আসবে। বিদায়ী প্রেসিডেন্ট তখন হোয়াইট হাউজে একজন অনাহূত মানুষে পরিণত হবে। সাবেক প্রেসিডেন্টের জন্যও সিক্রেট সার্ভিসের নিরাপত্তা থাকে, কিন্তু তখন যেহেতু সে প্রেসিডেন্ট থাকছে না, তাই তার কোনো প্রেসিডেন্সিয়াল পাওয়ারও থাকছে না। তিনি সিক্রেট সার্ভিসকে কোনো কিছুর জন্য আদেশ করতে পারবেন না। 

এই বছরের জুনে জো বাইডেনকে একটি মার্কিন টিভি অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল যে, ট্রাম্প যদি নির্বাচনে হারার পরও হোয়াইট হাউজ ছাড়তে না চায়, তখন কী হবে? জবাবে বাইডেন বলেছিলেন 'আমি নিশ্চিত করে বলছি তারা (সিক্রেট সার্ভিস) তাকে এসকর্ট করে হোয়াইট হাউজ থেকে বের করে দিবে।'

১০৪৫ পঠিত ... ১৪:২৬, নভেম্বর ০৬, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top