একটি ভুল সংবাদ যেভাবে প্রচলন ঘটালো নোবেল পুরস্কারের

৬১৫ পঠিত ... ১৮:৫৫, অক্টোবর ২১, ২০২০

আলফ্রেড বার্নার্ড নোবেল, বিশ্বজুড়ে পরিচিত নোবেল পুরস্কারের প্রবক্তা হিসেবে। কিন্তু জানেন কি, এই পুরস্কারের প্রবর্তন যে হয়েছিলো সম্পূর্ণ এক ভুল খবর ছাপা হবার কারণে? চলুন, চটজলদি জেনে আসা যাক।

 

১৮৬৭ সাল। উদ্ভাবক আলফ্রেড নোবেল নাইট্রোগ্লিসারিনের সাথে ডায়োটোমাসিয়াস আর্থ মিশিয়ে নাইট্রোগ্লিসারিন পেস্ট তৈরি করলেন। যা নিরাপদ এবং ছোট কাঠির মতো করে তৈরি করা যায়। মাইনিং কোম্পানিগুলো এই স্টিকগুলো ব্যবহার করে পাথরে বিস্ফোরণ ঘটাতে পারতো। নোবেল এই আবিষ্কারটির পেটেন্ট তৈরি করেন ‘ডিনামাইট’ নামে।  গ্রিক শব্দ ডুনামিসবা থেকে নেওয়া এই নাম, যার অর্থ শক্তি।

উন্নয়নের কাজে ব্যবহার হবে- এমনটি মাথায় রেখে ডিনামাইটের উদ্ভব হলেও পৃথিবীতে একইসাথে চলতে শুরু করলো ডিনামাইট দিয়ে তৈরী ও ধ্বংসের খেলা।  সামরিক কর্তৃপক্ষ যুদ্ধে এটি ব্যবহার করা শুরু করলো। স্প্যানিশ-আমেরিকা যুদ্ধে ডিনামাইটের কামান ব্যবহার করা হলো। যদিও নোবেল সামরিক কাজে ডিনামাইট ব্যবহারের অনুমতি দিয়েছিলেন কিনা, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

ডিনামাইট যদিও আলফ্রেড নোবেলের অর্থনৈতিক ভাগ্য ঘুরিয়ে দিয়েছিলো, তবে সাধারণ মানুষ তাঁর সম্পর্কে কী ভাবে- অনাকাঙ্ক্ষিতভাবে সে ব্যাপারটা তাঁর নজরে পরে একদিন। সালটা ১৮৮৮ সাল। তাঁর এক ভাই মারা গেছেন, লুডভিগ নাম। একটি ফরাসি খবরের কাগজ সংবাদ ছাপলো যে, নোবেলই মারা গেছেন। তারা শিরোনাম দিলো- ‘লে মার্চেন্ড দে লা মর্ট এস্ত মর্ট অর্থাৎ ‘মৃত্যু ব্যবসায়ীর মৃত্যু। এই খবর নোবেলকে এমন একজন মানুষ হিসাবে বর্ণনা করে যে কম সময়ে অধিক মানুষ হত্যা করার উপায় আবিষ্কার করেছে।

নোবেল তাঁর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি দেখে অবাক হয়ে যান এবং এমন কিছু করার সিদ্ধান্ত নেন যার ফলে সারা পৃথিবী তাকে নায়ক হিসেবে মনে রাখবে। ১৮৯৬ সালে মারা যাওয়ার এক বছর আগে, নোবেল উইল করে নোবেল পুরস্কারের ব্যবস্থা করে যান। যা জ্ঞান-বিজ্ঞান সহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য অর্থ ও সম্মাননার ব্যবস্থা করে। ১৯০১ সাল থেকে ৫টি শাখায় নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য নোবেল পুরষ্কার দেওয়ার মাধ্যমে ঐ বছর থেকে মোট ছয়টি শাখায় নোবেল পুরস্কার দেওয়ার রীতি চালু হয়।

৬১৫ পঠিত ... ১৮:৫৫, অক্টোবর ২১, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top