আপনি কি জানেন, দেশে শিশু ও নারী সংক্রান্ত একটি মন্ত্রণালয় আছে?

৩২১ পঠিত ... ১৪:০৮, অক্টোবর ০৬, ২০২০

আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, ২০১৯ সালে সারাদেশে ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয় ১ হাজার ৪১৩ জন নারী ও শিশু। পুলিশের হিসেবে মামলার সংখ্যাটা আরো বেশি। ২০০৮ সাল থেকে পাওয়া এক পরিসংখ্যানে সংখ্যাটি ক্রমান্বয়ে বেড়েছে কেবল। ধর্ষণ প্রতিরোধে সরকারের নানান কর্মপরিকল্পনা থাকার পরও এই সংখ্যাটি বেড়েই চলছে।

অনেকেই হয়তো না জানতে পারেন, বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নামে একটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ই রয়েছে। এই মন্ত্রণালয়ের নানা কর্ম পরিকল্পনার মাঝে ২০১৩ সাল থেকে ২০২৫ সাল মেয়াদি নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ নিয়েও একটি কর্মপরিকল্পনা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জ্বলজ্বল করছে।

এখানে একটি আইরনি হলো যে, এই কর্মপরিকল্পনা শুরু হওয়ার ২০১৩ সালে ধর্ষণের সংখ্যা ছিলো ৫১৬টি। কর্মপরিকল্পনা চলাকালীনই ধর্ষণের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে। আইন ও সালিশ কেন্দ্রের এক পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সালে মাত্র ১ বছরে ধর্ষণের শিকার হয় ১ হাজার ৪১৩ জন নারী ও শিশু। ২০২৫ সাল পর্যন্ত এই সংখ্যাটি কোথায় গিয়ে দাঁড়ায় সেটি হয়তো মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে।

আমরা খোঁজার চেষ্টা করেছি মহিলা ও শিশুদের জন্য করা আস্ত একটা মন্ত্রণালয়ের অস্তিত্ব সম্পর্কে। তাদের করা 'নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫' এর কর্মযজ্ঞ সম্পর্কে।

দৃশ্যমান কিছু চোখে না পড়ায় জনগণের ধারস্থ হলে নানাজন নানা মত দেন। কেউ বলেন, 'তারা হয়তো ধর্ষণ সম্পর্কিত উচ্চতর কোন প্রশিক্ষণ নিতে বিদেশ সফরে আছেন'। কারো ধারণা, 'প্রথমবার প্রশিক্ষণ নিয়ে এসে বাস্তবায়নের জন্য দ্বিতীয় সফরে আছেন।' এমনও হতে পারে, করোনাকালে করা জুম মিটিং এর চা-বিস্কুটের হিসেবে মিলাচ্ছেন। এরপর হিসেব মিলাতে মিলাতে যে চা-বিস্কুট খেয়েছেন সেসবের হিসেব মিলাবেন।

মহিলা ও শিশু বিষয়ক এই মন্ত্রণালয় হয়তো পড়ে আছেন উন্নয়ন নিয়ে। উন্নয়নের মহাসড়কে চলতে চলতে ধর্ষণের মতো একটা মধ্যযুগীয় বর্বরতা নিয়ে ভেবে থেমে যাওয়ার কোন মানে নাই। তাছাড়া অন্য এক মন্ত্রী তো বলেছেন, উন্নত দেশেও ধর্ষণ হয়! কে জানে, ধর্ষণ না থাকলে দেশ হয়তো অনুন্নত ক্যাটাগরিতে চলে যেতে পারে!

৩২১ পঠিত ... ১৪:০৮, অক্টোবর ০৬, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top