প্রাণিদের সম্পর্কে ১৬টি অজানা মজার তথ্য

১০৬৯ পঠিত ... ১৫:৫৬, অক্টোবর ০৪, ২০২০

আজকে ৪ অক্টোবর, বিশ্ব প্রাণি দিবস। চলুন আমরা সকলেই প্রাণিদের প্রতি সদয় হই এবং অকারণে নিধন না করি। আর সেই সাথে জেনে নিই বিভিন্ন প্রাণি সম্পর্কে মজার কিছু অজানা তথ্য।

 

১# কালো বিড়াল যুক্তরাষ্ট্রে খারাপ ভাগ্যের প্রতীকী হলেও ব্রিটেনে তা সৌভাগ্যের প্রতীক৷

২# দক্ষিণ আমেরিকার একধরনের পাখি খাদক মাকড়সা আছে যা ৩.৫ ইঞ্চি লম্বা এবং পায়ের দৈর্ঘ্য ১০ ইঞ্চি। অবিশ্বাস্য হলেও সত্যি এ মাকড়সাটি আপনার হাতের চেয়েও বড়!

৩# বেশির সাপই তার জীবদ্দশায় আকৃতিতে বড় হতেই থাকে। এজন্যই এরা সময়ে সময়ে চামড়া মোচন করে থাকে।

৪# কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮,০০০ গুণ বেশি।

৫# একটি গরু তার জীবদ্দশায় প্রায় ২ লাখ গ্লাস দুধ দিয়ে থাকে।

৬# বাদুড় তার গুহা থেকে বের হয়ে সবসময় বামে মোড় নেয়।

৭# জিরাফের কোনো ভোকাল কর্ড নেই।

৮# ক্যাঙ্গারু পশ্চাৎ-বায়ু নিঃসরণ করতে পারে না।

৯# অস্ট্রিচের চোখ তার ব্রেইনের চেয়ে বড়।

১০# পৃথিবীর সবচেয়ে লম্বা কুকুরের নাম জিউস যা ৪৪ ইঞ্চি বা ৪ ফুট এর কাছাকাছি লম্বা!

১১# টাইটানিক জাহাজে বেঁচে যাওয়া কিছু প্রাণীর মধ্যে তিনটি কুকুর ছিলো।

১২# জোঁকের ব্রেইন সংখ্যা ৩২টি!

১৩# একটি শামুক প্রায় তিন বছর ঘুমিয়ে কাটাতে পারে।

১৪# “The quick brown fox jumps over a lazy dog" এই বাক্যটি ইংরেজি বর্ণমালার প্রতিটি অক্ষরকেই ধারণ করে।

১৫# একটি ৩ মাইল দূর থেকে পানির ঘ্রাণ পায়।

১৬# বিখ্যাত ব্যান্ড 'The Beatles' এর গান "A day in the life" এর শেষে একটি ফ্রিকোয়েন্সি আছে যা শুধু কুকুরেরা শুনতে পায়!

১০৬৯ পঠিত ... ১৫:৫৬, অক্টোবর ০৪, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top