নেটফ্লিক্সের 'দ্য সোশ্যাল ডিলেমা' থেকে চিন্তাজাগানিয়া ১০টি উক্তি

৯২০ পঠিত ... ১৬:৫০, সেপ্টেম্বর ২০, ২০২০

নেটফ্লিক্সের 'সোশ্যাল ডিলেমা' দেখে থাকলে, এই মুহূর্তে আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার কর‍তে কিছুটা অস্বস্তি অবশ্যই হওয়ার কথা। আর না দেখে থাকলে, আপনার সম্ভবত দেখা উচিত। 

নিচের উক্তিগুলো আপনাকে অস্বস্তি দিতে পারে। উক্তিগুলো ডকুতে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই বাংলা করা হয়েছে। কোথাও সম্পাদনা করা হয়নি। যাতে ডকুমেন্টারির বয়ানই শুনতে পান তারা।

হয়তো উত্তরের চেয়ে বেশি ভাবাবে প্রশ্নগুলোই। কিন্তু সত্যি যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম- রবীন্দ্রনাথের আপ্তবাক্য মেনে দেখে নিতে পারেন উক্তিগুলো। 



১# সংস্কৃতির মূল অর্থই এখন হয়ে দাড়িয়েছে ম্যানিপুলেশন।  

২# আপনার জীবনের কতখানি অংশ আমাদের দিয়ে দিতে আপনাকে বাধ্য করতে পারি? 

৩# আমরাই পণ্য। আমাদের এটেনশন নামের পন্যই বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা হচ্ছে। 

৪# কোনো পন্যের জন্যে যখন আপনি  টাকা খরচ করছেন না, তখন আপনি নিজেই পণ্য। 

৫# সোশ্যাল মিডিয়া এমন কোনো টুল না যা আপনার ব্যবহারের জন্যে প্রস্তুত হয়ে বসে আছে। এর নিজের লক্ষ্য আছে, সেই লক্ষ্যে পৌছোনার নিজস্ব পদ্ধতি আছে। 

৬# বাজারই এখন মানবজাতির ভবিষ্যত নিয়ে খেলছে।

৭# আমরা চাই ভোক্তারা তাদের হাতের আঙুল ব্যবহার করুক, যাতে তাদেরকে আরও গভীরভাবে প্রোগ্রামড করা যায়।

৮# আমরা জানতে চাই আপনাকে মনস্তাত্ত্বিকভাবে কত দ্রুত ম্যানিপুলেট করা যায়। 

৯# সোশ্যাল মিডিয়া দিন দিন মস্তিষ্কের কোষের গভীরে যাওয়া শুরু করেছে এবং শিশুদের আত্মমূল্যায়ন ও  আত্মপরিচয়ের দখল নিচ্ছে৷ 

১০# শুধুমাত্র দুটি ইন্ডাস্ট্রি আছে যারা তাদের কাস্টোমারকে বলে ইউজার: নিষিদ্ধ ড্রাগস আর সফটওয়্যার।

৯২০ পঠিত ... ১৬:৫০, সেপ্টেম্বর ২০, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top