শহরে কি শুধু মানুষই থাকবে?

৩৩৩৩ পঠিত ... ১৬:৩০, আগস্ট ২৪, ২০২০

 

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি অদ্ভুত সিদ্ধান্ত নিতে চলেছে, জলাতঙ্ক টিকা ও বন্ধ্যাত্বকরণ প্রকল্প ঠিকমতো না চালিয়ে তারা ঢাকা থেকে ৩০ হাজার কুকুর শহরের বাইরের বিভিন্ন লোকালয়ে স্থানান্তরিত করতে চায়। মানুষের সবচেয়ে পরীক্ষিত কাছের বন্ধু কুকুরের প্রতি সিটি কর্পোরেশনের এ ধরণের অমানবিক সিদ্ধান্ত এটাই নতুন নয়। নগর কর্তৃপক্ষসহ অনেকেরই ধারণা, এই শহরটা শুধুই মানুষের। নগরের পশুপ্রাণী-পাখিরাও যে মানুষের মতোই এই নগরে থাকার অধিকার রাখেন সেটা তারা ভুলে যান। হুট করে শহর থেকে কুকুর উধাও হয়ে গেলে নগর যে ইঁদুর-ছুঁচোদের দখলে চলে যাবে এটা তারা ভাবতে চান না। নিজ নিজ এলাকার প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকা এইসব কুকুরদের চাহিদাও অত্যন্ত অল্প, একটু ভালোবাসা আর অল্প একটু খাবার। নিজেদের সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে দাবী করা মানুষদের কুকুরের মতো এত চমৎকার একটা প্রাণীকে একটু ভালোবাসা দেখাতে এত কার্পণ্য কেন? নগরের কুকুর নগরেই থাকুক আমাদের ভালোবাসায় আর যত্নে--সিটি কর্পোরেশনের দ্রুত বোধোদয় হোক।

১#

 

 

২#

3

 

৩#

 

 

৪#

 

৫#

 

৬#

৩৩৩৩ পঠিত ... ১৬:৩০, আগস্ট ২৪, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top