ব্রিটিশ লেখক অলডাস হাক্সলির চিন্তাজাগানিয়া ১৫টি উক্তি

১৪৬৫ পঠিত ... ১২:১৩, জুলাই ২৭, ২০২০

ব্রেভ নিউ ওয়ার্ল্ড-এর রচয়িত হিসাবে ভূবনবিখ্যাত হলেও ব্রিটিশ লেখক অলডাস হাক্সলির আরও পরিচয় আছে। তিনি ছিলেন একজন দার্শনিক, অল্টারনেটিভ ইতিহাসবিদ ও প্রাবন্ধিক। ১৮৯৪ সালের ২৬ জুলাই হাক্সলি জন্মেছিলেন ইংল্যান্ডে। গুণী এই লেখকের চিন্তাজাগানিয়া কিছু উক্তি পড়া যাক। 

১#
নীরবতার পর, অনির্বচনীয়কে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করতে পারে সংগীত।  

২#
এমনও হতে পারে পৃথিবী আসলে অন্য কোনো গ্রহের দোজখ। 

৩#
ফিকশনের সমস্যা হলো এটা সবসময়ই খুব অর্থময় হয়। অথচ আর রিয়ালিটির কোন অর্থ খুজে পাওয়াই সম্ভব না। 

৪#
কেউ যদি দশজনের চেয়ে আলাদা হয়, সে নিঃসঙ্গ হতে বাধ্য। 

৫#
বুদ্ধিজীবী তিনিই, যিনি সেক্সের চেয়েও ইন্ট্রেস্টিং কিছু খুঁজে পেয়েছেন। 

৬#
আমি পৃথিবী বদলে দিতে চেয়েছিলাম। অথচ একসময় বুঝলাম নিজেকে ছাড়া অন্য কিছুই নিশ্চিতভাবে বদলানো যায় না।

৭#
মানুষ যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা এটাই। 

৮#
জিনিয়াসের সিক্রেট হলো এমনকি বার্ধক্যেও শিশুর মতো প্রাণবন্ত থাকতে পারা যার অর্থ হলো উদ্দীপনা কখনও না হারানো। 

৯#
অধিকাংশ লোকের যেকোনো জিনিসকে ধ্রুব সত্য বলে বিশ্বাস করার ক্ষমতা অসীমের কাছাকাছি। 

১০#
অন্য কোনো দলের লোকেরাও মানুষ এই কথাটা এক দল লোককে ভুলিয়ে দেয়াই প্রোপাগান্ডিস্টদের উদ্দেশ্য। 

১১#
প্রত্যেক ব্যক্তির স্মৃতি হলো তার ব্যক্তিগত সাহিত্য। 

১২#
সত্যি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়োগিক দৃষ্টিকোণ থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো, সত্যের ব্যাপারে নীরবতা৷ 

১৩#
দশ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই জিনিয়াস।

১৪#
যে আনন্দ আজ করতে পারে আগামীকালের জন্য তা ফেলে রাখবেন না। 

১৫#
কিছু বিব্রতকর একটা ব্যাপার হলো সারাজীবন ধরে মানব সমাজের দুর্দশার মুক্তি খুজে শেষপর্যন্ত এটা আবিষ্কার করা যে 'এর চেয়ে আরেকটু দয়ালু' হওয়ার চেয়ে আর কোনো উপদেশ দেয়ার সুযোগ নাই।

১৪৬৫ পঠিত ... ১২:১৩, জুলাই ২৭, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top