রুশ সাহিত্যিক আন্তন চেখভের ২০টি সেরা উক্তি

২৫৭২ পঠিত ... ১৪:২৪, জুলাই ১৬, ২০২০

আন্তন পাভলোভিচ চেখভ একজন রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার। তাকে বিশ্বসাহিত্যের অন্যতম সেরা ছোটগল্প লেখক হিসেবে বিবেচনা করা হয়।  eআরকির পাঠকদের জন্যে দেয়া হলো কালজয়ী এই সাহিত্যিকের শ্রেষ্ঠ ২০ উক্তি।

১#
কী চমৎকার আবহাওয়া আজ! বুঝতে পারছি না এক কাপ চা খাবো নাকি গলায় ফাঁস নেবো! 

২#
জন্মের পরে ব্যক্তি তার জীবনে তিনটি রাস্তার যেকোনো একটি বেঁছে নিতে পারে: আপনি যদি ডানে যান, নেকড়ে আপনাকে খেয়ে ফেলবে; যদি বামে যান আপনি নেকেড়েকে খেয়ে ফেলবেন আর সোজা হেটে গেলে আপনি নিজেকেই খেয়ে ফেলবেন। 

৩#
ভালোবাসা, বন্ধুত্ব ও শ্রদ্ধা মানুষকে যতটা এক করে তার চেয়ে অনেক বেশি করে নির্দিষ্ট কিছুর প্রতি সবার ঘৃণা। 

৪#
সুশিক্ষা মানে এই নয় যে টেবিলক্লথে কখনও ভুল করেও আপনি সস ফেলতে পারবেন না। বরং অন্য কারও যদি পড়েও যায় সেটা না আপনার চোখে না পড়াই হলো সুশিক্ষা।  

৫#
পেটি বুর্জোয়া জীবনের পয়সাকড়ি, লঘু বিলাসিতা, অর্থহীন কথাবার্তা আর প্রথাগত অকেজো নৈতিকতার মতো অশ্লীল আর কিছু নাই। 

৬#
মিথ্যা যদি আত্মবিশ্বাসের সাথে বলতে পারে, অধিকাংশ লোক বিশ্বাস করবে।  

৭#
যে বিভ্রম আমাদেরকে মহিমান্বিত করে তা হাজারো সত্যের চেয়ে বেশি আপন মনে হয়।  

৮#
বাস্তব জীবনের উন্মাদনার সাথে কোন শিল্প সাহিত্য পাল্লা দিতে পারে না; এক ব্যারেল যে ইতিমধ্যে খেলে ফেলেছে তাকে এক গ্লাস মদে আপনি মাতাল করতে পারেন না  

৯#
মানুষের সম্পর্কে অনেক বেশি অকৃত্রিমতা ও আন্তরিকতা থাকা উচিৎ, ইন্টার‍্যাকশনে সারল্য আর নীরবতা। ক্ষুব্ধ হলে রাগ দেখান, মজার কিছু দেখলে হাসুন, কেউ প্রশ্ন করলে উত্তর দিন। 

১০#
ধনীদের চেয়ে গরিবদের কাছে টাকা ধার চাওয়া সহজ। 

১১#
কারও কাছে একঘেয়ে বলে মনে হওয়ার গোপন সূত্র হলো সবকিছু বলে দেয়া। 

১২#
শিল্পীর কাজ প্রশ্ন তোলা, সেগুলার উত্তর দেয়া নয়। 

১৩#
আমি লক্ষ্য করেছি, বিয়ের পরে মানুষের কৌতূহল কমে যায়। 

১৪#
প্রত্যেকেই তার আসল ও সবচেয়ে অদ্ভুত জীবনটা যাপন করে গোপনে। 

১৫#
কোনো রোগের জন্যে লোকে যদি বহুরকম ওষুধ নিয়ে আসে, নিশ্চিত হতে পারেন ওই রোগ ওষুধে সারবে না। 

১৬#
: তুমি সব সময় কালো পোশাক পড়ো কেন? 

: আমার নিজের জীবনের জন্যে শোক প্রকাশ করছি। 

১৭#
‘প্রত্যেকটি তৃপ্ত সুখী মানুষের দ্বারের পেছনে হাতুড়ি হাতে কারো দাঁড়িয়ে থাকা উচিত। বারবার আঘাত করে সে কেবল বুঝিয়ে দেবে, পৃথিবীতে দুঃখী মানুষ আছে, স্মরণ করিয়ে দেবে, সুখী মানুষ আজ যতই সুখে থাকুক, কয়েকদিন আগেই হোক আর পরেই হোক, জীবন তার অনাবৃত নখর প্রদর্শন করবেই, তার বিপর্যয় ঘটবেই- আসবে পীড়া,দারিদ্র, ক্ষয়ক্ষতি, আর তখন কেউ তা দেখবে না-শুনবে না। যেমন আজ সে অন্যের দুঃখের কথা শুনছে না। 

কিন্তু হাতুড়ি হাতে এমন কোন লোক নেই। সুখী মানুষ  জীবন যাপন করে চলেছে, অ্যাসপেন তরুর পত্ররাশিতে বাতাসের কম্পনের মত, ভাগ্যের তুচ্ছ উত্থান পতন তাকে আলগোছে ছুয়ে যাচ্ছে মাত্র, সবই ঠিক আছে!

[চেখভের ‘গুজবেরি’ গল্পে বুড়ো ইভান ইভানিচ আরেক বুড়ো বুরকিনকে বলছে] 

১৮#
ভদকার মতো, টাকাও মানুষকে খামখেয়ালি করে তোলে। 

১৯#
একাকিত্বকে যদি ভয় পান, আপনার বিয়ে করা ঠিক হবে না। 

২০#
আমাকে জিজ্ঞেস করতে পারেন যে, জীবন কী? 

অনেকটা 'গাজর কী?' জিজ্ঞাসা করার মতো ব্যাপার। গাজর হলো গাজর আর এর চেয়ে বেশি কিছু জানার নাই।  

২৫৭২ পঠিত ... ১৪:২৪, জুলাই ১৬, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top