ক্রেতা মাস্ক না পরায় কফি সার্ভ করলেন না বারিস্তা, অতঃপর 'টিপস' পেলেন ২৭০০০ ডলার!

৩৪৪ পঠিত ... ২১:৩৪, জুলাই ০৪, ২০২০

বিশ্বে করোনার অবস্থা থেকে শুরু করে মানুষের সচেতনতা সবটার হাল যখন বেহাল, তখন লেনেন গুটিয়েরেজ নামক স্টারবাকসের এক বারিস্তা মাস্ক না পরায় এক ক্রেতাকে কফি সার্ভ করবেন না বলে তার মাস্কহীন মুখের ওপর-ই 'না' বলে দেন।

ক্যালিফোর্নিয়া শহরের সান ডিয়েগোর অ্যামবার লিন গাইলিসের সাথে এই ঘটনা ঘটে জুনের ২২ তারিখে। সে মাস্ক ছাড়া স্টারবাকসে এসে কফি অর্ডার দেয় এবং কর্মরত বারিস্তা লেনেন গুটিয়েরেজ মাস্ক পরিধান না করায় তাকে কফি সার্ভ করতে অস্বীকার করে। এই ঘটনার পর অ্যামবার লিন গাইলিস ফেসবুকে ব্যঙ্গ করে লেনেনের ছবি সম্বলিত একটি পোস্ট দেয়। মজার ব্যাপার হল, সেই পোস্টে গাইলিসকে সমর্থন দেওয়ার বদলে হাজার হাজার মানুষ লেনেনের পক্ষ নেয় এবং তাকেই বাহবা দেয়। অন্যদিকে গাইলিসের কপালে জুটে সকলের নিন্দা।

 লেনেনের ছবির সঙ্গে ফেসবুকে দেয়া সেই পোস্ট, যাতে ঘটলো হিতে বিপরীত...

এরই মাঝে লেনেনকে সমর্থন জানানো এক ব্যক্তি তার জন্য 'গো ফান্ড মি' নামক চ্যারিটি ওয়েবসাইটে 'GoFundMe campaign to help the barista' নামক একটি ফান্ড ক্যাম্পেইন চালু করে দেয়। ম্যাট কোয়ানের উদ্যোগে চালু করা এই ফান্ড পোলের মাধ্যমে কয়েকদিনের মাঝেই উঠে যায় ২৭,০০০ ডলার!

 

সকলের সমর্থন ও সাড়া পেয়ে লেনিন গুটিয়েরেজ পরবর্তীতে ফেসবুকে তার দিকের ঘটনা বর্ণনা করে একটি ভিডিও পোস্ট করে। সে বলে গাইলিস যখন মাস্ক ছাড়া স্টারবাকসে ঢুকে তখন সে ফ্রন্ট রেজিস্টারে কর্মরত ছিল। গাইলিসকে তার মাস্ক আছে কিনা জিজ্ঞেস করায় গাইলিস বলে তার মাস্কের কোনো দরকার নেই এবং হুট করেই নানা কটু কথা বলা শুরু করে এবং অন্য পরিচারকদের 'ভেড়া' বলে গালাগাল করে। পরবর্তীতে গাইলিস চলে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এসে লেনেনের নাম জিজ্ঞেস করে এবং তার ছবি তুলে নিয়ে যায় এবং তার মালিককে জানাবে বলে হুমকি দেয়।

লিনেন তার ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানায় তাকে সমর্থন দেওয়ার জন্য। সে বলে - 'কয়েক মুহুর্তের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা যে এত বড় হয়ে যাবে আর সকলে যে এভাবে আমায় সমর্থন করবে, তা সত্যিই অবাক করা।'

লিনেন তার জন্য তোলা টাকা দিয়ে করোনার কারণে থেমে যাওয়া তার ডান্সার হওয়ার স্বপ্ন এবং বাচ্চাদের নাচ শেখানোর স্বপ্ন পূরণ করতে চায়। এমন হুটহাট ভাবে অবাক করা উপায়ে তার স্বপ্ন পুরণের পথ করে দেওয়ার জন্য সে সকলকে মন থেকে ধন্যবাদ জানায়।

৩৪৪ পঠিত ... ২১:৩৪, জুলাই ০৪, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top