আগের পাঁচটি ভয়ংকর মহামারির ভ্যাক্সিন আবিষ্কার করেছিলেন যারা

৮৫০ পঠিত ... ২৩:৩২, জুন ০৮, ২০২০

 

গুটিবসন্ত

১৯৭০ সালে লক্ষাধিক মানুষ রাতারাতি এ রোগে আক্রান্ত হয়ে পড়ে। গুটি বসন্তের প্রথম টিকা আবিষ্কার হয়েছিল ১৭৯৬ সালে। 'প্রতিষেধক বিদ্যার জনক' এডওয়ার্ড জেনার এই টিকা আবিষ্কার করেন। এটিই ছিল চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে প্রথম সফল টিকা। ইংরেজ চিকিৎসক এবং বৈজ্ঞানিক জেনার ১৪ মে ১৭৯৬ তার হাইপোথিসিস সর্বপ্রথম তার মালির আট বছরের ছেলে জেমস ফিলিপের ওপর পরীক্ষা করেন। 

 

জলাতঙ্ক 

র‍্যাবিজ ভাইরাসের সংক্রমণে হওয়া রোগটির নাম জলাতঙ্ক। প্রতিবছর সারাবিশ্বে জলাতঙ্কের আক্রমণে প্রাণ হারায় ৫৯ হাজার মানুষ। জলাতঙ্কের ভ্যাক্সিন আবিস্কারক লুই পাস্তুর ১৮২২ সালের ২৭ ডিসেম্বর ফ্রান্সে জন্মগ্রহণ করেন। ১৮৪৭ সালে পাস্তুর ফ্রান্সের একোল থেকে পদার্থবিদ্যা ও রসায়নে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পাস্তুর পাঁচ সন্তানের তিনটিই প্রাপ্তবয়স্ক হবার পূর্বেই টাইফয়েড রোগে মারা যায়। জলাতঙ্ক ছাড়াও অ্যানথ্রাক্সের টিকা আবিস্কার করেন পাস্তুর।   

 

পোলিও

ঊনবিংশ শতকের শেষার্ধ্বে ইউরোপ ও পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে পোলিও মহামারি আকারে ছড়িয়ে পড়ে। ১৯১০ সালের মধ্যে বিশ্বে নাটকীয়ভাবে পোলিও আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকে ও মহামারি নিয়মিতভাবে সংঘটিত হতো। এ রোগে হাজারো শিশু ও কিশোরদেরকে পক্ষাঘাতে আক্রান্ত হতো। মার্কিন মেডিকেল গবেষক ও ভাইরাসবিদ জোনাস এডওয়ার্ড সল্ক প্রথম পোলিও টিকার উদ্ভাবন করেন। আলবার্ট সাবিন দূর্বলকৃত পোলিও ভাইরাস ব্যবহার করে দ্বিতীয় প্রকার টিকা উদ্ভাবন করেন, যা কিনা মুখ দিয়ে খাওয়া যায় (অর্থাৎ ওরাল)। 

 

কুষ্ঠ রোগ 

মধ্যযুগে ইউরোপে এই রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগ পর্যন্ত কুষ্ঠ ছিল প্রাণঘাতী রোগ। জ্যাকিন্তো কনভিট গার্সিয়া কুষ্ঠরোগের ভ্যাকসিন আবিস্কার করেন। তিনি ভেনিজুয়েলার চিকিৎসক এবং বিজ্ঞানী ছিলেন। তিনি ভেনিজুয়েলার ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিসিন প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেছিলেন। 

 

কলেরা

কলেরা রোগের প্রথম মহামারির শুরুটা হয়েছিল রাশিয়ায়। সেখানে এতে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়। স্পেন, আফ্রিকা, ইন্দোনেশিয়া, চীন, জাপান, ইতালি, জার্মানি ও আমেরিকায়ও কলেরা ছড়িয়ে পড়ে।  সব মিলিয়ে ২২–২৩ লাখ লোক মারা যায়। 

কলেরা টিকা আবিস্কারক স্যার ওয়ালডেমার মর্দচাই ওল্ফ হাফকিন ইউক্রেনের একজন ব্যাকটিরিওলজিস্ট ছিলেন। তিনি প্রথম মাইক্রোবায়োলজিস্ট হিসাবে স্বীকৃত যিনি কলেরা এবং বুবোনিক প্লেগের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি ও ব্যবহার করেছিলেন। তিনি নিজেই ভ্যাকসিন পরীক্ষা করেছিলেন।

৮৫০ পঠিত ... ২৩:৩২, জুন ০৮, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top