একটি হাতির মৃত্যুদণ্ড এবং ক্রিয়েটিভ বাঙালি

১২১৬ পঠিত ... ১৫:২৩, জুন ০৪, ২০২০

হাতির মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসি কার্যকর?! বিষয়টা শুনে অবাক হলেও সত্য। নির্মম ঘটনা ঘটাতে মানুষের যে জুড়ি নেই! 

 

মেরী নামক এক মেয়ে হাতির ফাঁসি কার্যকর হয় আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যে। ছেলেপেলে মিলে সেই ফাঁসি কার্যকর 'অনুষ্ঠানে' হাজির ছিল প্রায় ২৫০০ লোক।

 

মেরী ছিল সার্কাসের একটি মেয়ে হাতি। একদিন খেলা দেখাতে গিয়ে নতুন মাহুত অনভিজ্ঞ রেড অল্ড্রিজ হাতিটিকে সামলাতে পারছিল না। ঠিকমতো সার্কাসের রানীকে সামলাতে না পারলে যা হওয়ার কথা তা-ই হলো। বশ করতে না পেরে বারবার হাতের দন্ডটি দিয়ে মেরীকে আঘাত করছিল রেড। মেরী আঘাত সহ্য করতে না পেরে মাহুতকে পিঠ থেকে ফেলে দেয় এবং পিষে মেরে ফেলে।

হঠাৎ এই ঘটনায় দর্শক হকচকিয়ে যায়। খেলা দেখানো বন্ধ করে দেওয়া হয়। উপস্থিত দর্শক মানুষ মারার অপরাধে হাতিটির ফাঁসি চায়। একজন তো গুলি করে বসে!

অবশেষে জনগণের রোষানলের কারণে মেরীর ফাঁসি দেওয়া হয়। কারণ মেরীকে ফাঁসি না দিলে জনগণ আর কোন সার্কাস দেখানোর অনুমতি দিচ্ছিল না। অগত্যা লোকসানের সম্মুখীন হয়ে মেরীকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেন সার্কাস মালিক। ১৯৬১ সালের ১৩ সেপ্টেম্বর ফাঁসি দেওয়া হয় ৫ টন ওজনের বিশাল এই হাতিটিকে। 

এবার আসি বাঙালির ক্রিয়েটিভিটি অংশে! নির্মমতায় আমেরিকা আমাদের আগে চলে যাবে তা কী করে হয়! বাংলা ট্রিবিউন জানাচ্ছে, ২০১৯ সালের ১৯ নভেম্বর (মানে এই তো কদিন আগেই!) সকালে ঘুমের ওষুধ মেশানো ভাত খাইয়ে দিনব্যাপী ধাওয়া করার পর বিকেলে একটি বানরকে ধানখেত থেকে আটক করা হয়। পরে “জনতার আদালত” বসিয়ে বানরটিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে স্থানীয় জনতা।

১২১৬ পঠিত ... ১৫:২৩, জুন ০৪, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top