যুক্তরাষ্ট্রে লকডাউন বিরোধী আন্দোলনের নেতা নিজেই করোনায় আক্রান্ত!

৫৪৯ পঠিত ... ০০:২৫, এপ্রিল ৩০, ২০২০

যুক্তরাষ্ট্র জুড়ে নানা জায়গায় লকডাউন বিরোধী আন্দোলন চলছে। ছোট ছোট থেকে বড় বড় গ্রুপ হয়ে না না জায়গায় বিক্ষোভ করতে দেখা যায় বিক্ষোভরত মানুষদের। মজার ব্যাপার হল, এই আন্দোলনের একজন 'লিডার', নিজেই আক্রান্ত হয়েছেন করোনায়।

রি ওপেন এনসি ফেসবুক পেজের এডমিনিস্ট্রেটর অড্রে হুইটলক, করোনায় আক্রান্ত হবার পর গত দুই সপ্তাহ ধরে কোয়ারেন্টাইনে ছিলেন।

তিনি বলেন, 'স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী আমি বাসায় লকডাউন ও আইসোলেশনে ছিলাম। রি ওপেন এনসি (নর্থ ক্যারোলাইনা) মুভমেন্টের কোনো র‍্যালিতে যেতে পারিনি।'

করোনা আক্রান্ত হয়ে লকডাউনে থাকার জন্য লকডাউন বিরোধী র‍্যালি মিস করা ইজ কোয়াইট ইন্টারেস্টিং!

এদিকে হুইটলক কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়ই গ্রুপটা দুটি র‍্যালির আয়োজন করে। র‍্যালিটার মূল উদ্দেশ্য ছিলো রাজ্যের রাজধানীর গভর্নর রয় কুপারের কাছে গিয়ে যত দ্রুত সম্ভব লকডাউন তুলে নেয়ার কথা বলা।

গত সপ্তাহের র‍্যালিতে মাস্ক পড়ে ১০০ জন মানুষ জমায়েত হয়েছিলেন। বিক্ষোভের সময়, ১০০ জনেরও অধিক মাস্ক পরা বিক্ষোভকারীরা সামাজিক দূরত্বের দিকনির্দেশনাগুলো অমান্য করার জন্য একত্রিত হয়েছিল।

আগামী মঙ্গলবার র‌্যালির আইনসভা ভবনের বাইরে এই গ্রুপটির তৃতীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে হুইটলক রবিবার ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইলের পোস্টে তার করোনাভাইরাস সনাক্ত হওয়ার কথা প্রথম প্রকাশ করেন। হুইটলক লিখেছেন, 'একটি উপসর্গহীন কোভিড-১৯ পজিটিভ রোগী হিসাবে চিহ্নিত হওয়ায় পরপরই আমি বাসায় লকডাউনে চলে যাই। তিনি আরো বলেন, 'আমার আর একটি উদ্বেগের বিষয় হল কোভিড রোগীদের চিকিৎসা অন্যান্য রোগের মত নয়। এর জন্য বিশেষ ব্যবস্থার নেয়া দরকার।'

সেই 'বিশেষ ব্যবস্থা'টি কি এই মুহূর্তেই লকডাউন তুলে নেয়া? এই প্রশ্নটি হুইটলককে যেহেতু করা হয়নি, উত্তরও পাওয়া যায়নি!

৫৪৯ পঠিত ... ০০:২৫, এপ্রিল ৩০, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top