ডোনাল্ড ট্রাম্পের ভুলে 'আবু আল ফিদা' যেভাবে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সৌদি নাগরিক

১৫৬৪ পঠিত ... ০৬:৩৬, এপ্রিল ০২, ২০২০

পৃথিবীর এক কোনায় পড়ে থাকা ৮-১০টা মানুষের মতো খুবই সাধারণ একজন আপনি। করোনা ভাইরাসের মতো বৈশ্বিক এক মহামারীর সময়ে ছাদে বসে চা খাচ্ছেন। হঠাৎ করে আবিষ্কার করলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গুরুত্বপূর্ণ মানুষেরা আপনার সাথে যোগাযোগ করা শুরু করেছে। কারণ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! হ্যাঁ, খোদ আমেরিকার প্রেসিডেন্ট করোনাভাইরাস প্রতিরোধে আপনার সাহায্য চেয়েছে।

খুবই অবিশ্বাস্য মনে হওয়ার কথা! যদিও ডোনাল্ড ট্রাম্পের নাম দেখে অনেকের বিশ্বাসও হয়ে যেতে পারে, এই ব্যক্তির পক্ষে কি না সম্ভব!

এই যেই টুইট, যেখানে ভুলে ওই সৌদি নাগরিককে মেনশন করে ফেলেছেন ট্রাম্প! অতঃপর যা হওয়ার তাই...

বিশ্বাস-অবিশ্বাসের উর্ধ্বে গিয়ে সত্যিকার অর্থেই সৌদি আরবের জেদ্দায় বসবাস করা আবু আল ফিদা নামের এক যুবকের সাথে এমন ঘটনাই ঘটেছে।

মার্চের ২৯ তারিখে টুইটারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে একটা কোম্পানির রি-সাইকেল পিপিই সাজেস্ট করেন ট্র‍্যাম্প। কিন্তু টুইট করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের টুইট একাউন্ট @US_FDA কে মেনশন না করে ট্র‍্যাম্প ভুলে মেনশন করে বসেন @FdA একাউন্টকে। যে একাউন্টটি সৌদি আরবের জেদ্দা শহরে বসবাস করা আবু আল ফিদা নামে সাধারণ এই যুবকের।

আর কি! ট্রাম্প যে ভুল করেছেন, টুইটার তো আর তা বুঝবে না। যতক্ষণে মানুষ ভুল বুঝতে পেরেছে, ততক্ষণে আবু আল ফিদার ২০১১ সালে খোলা, এ পর্যন্ত কোন টুইট না করা একাউন্ট @FdA এর ফলোয়ার সংখ্যা ২১০০০।

মানুষ ভুল বুঝতে পারার পরও শেষ রক্ষা হয়নি। ততক্ষণে টুইট-রিটুইট এর চক্করে ট্রাম্প ও আবু আল ফিদার এই অনাকাঙখিত বন্ধুত্ব নিয়ে সোস্যাল মিডিয়া জুড়ে নানান মিম ও হাস্যরসের ছড়াছড়ি শুরু হয়ে গেছে।

এ ভুল থেকে ট্রাম্প শিক্ষা নিয়ে তার অতি সিরিয়াসনেস বা অতি উত্তেজনা কমাবে কি না জানিনা। তবে আপনারা আর যাই হোক, নিজের সোশ্যাল মিডিয়ার ইউজার নেম বিখ্যাত কোম্পানি কিংবা মানুষে নামের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করুন। কে জানে, টুইটারে আবার কবে ট্রাম্প কাকে মেনশন করতে গিয়ে কাকে করে বসেন, আপনিই যে সে হবেন না এমনটা ভাবার সুযোগ তো নেই!

১৫৬৪ পঠিত ... ০৬:৩৬, এপ্রিল ০২, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top