বিশ্বে বিভিন্ন রোগ ও চিকিৎসা সম্পর্কে যে ১০টি অদ্ভূত তথ্য আপনি নাও জানতে পারেন

৯৬৪ পঠিত ... ১৬:১৪, মার্চ ১৯, ২০২০

 

১# ক্যান্সার, যুদ্ধ, সন্ত্রাস, ক্ষুধা, আত্মহত্যা, ডায়াবেটিস, শ্বাসকষ্টজনিত রোগ এবং মানসিক ব্যাধিতে যে পরিমাণ মানুষ মারা যায়; এক হৃদরোগে মারা যায় তার চেয়ে বেশি।    

২# সিফিলিস রোগ যখন প্রথম ধরা পড়ে তখন ইংরেজরা এটাকে বলতো 'ফ্রেঞ্চ ডিজিজ', ফরাসিরা বলতো 'স্প্যানিশ ডিজিজ', জার্মানরা বলতো 'ফ্রেঞ্চ এভিল', রাশিয়ানরা বলতো 'পোলিশ ডিজিজ', জাপানিজরা বলতো, 'চায়নিজ পক্স'!     

৩# আলঝেইমার রোগীদেরকে কোন খারাপ সংবাদ দিলে খুব দ্রুত ভুলে যাবে ঠিকই; কিন্ত এরপর মনমরা হয়ে থাকবে!

৪# স্টিফেন হকিং মোটর নিউরন রোগে আক্রান্ত হয়েছিলেন। সে সময় ডাক্তাররা বলেছিলেন, স্টিফেনের হাতে আছে মাত্র দুই বছর। কিন্তু ডাক্তারদের কথা ভুল প্রমাণ করে তিনি আরও ৫০ এর অধিক বছর বেঁচে ছিলেন।        

৫# হাত ধুলে জীবাণুর বিস্তার রোধ করা যায়, এই তত্ত্ব যে ডাক্তার আবিস্কার করেছিলেন, তাঁর মৃত্যু হয় একটি আশ্রয়কেন্দ্রের প্রহরীদের মার খেয়ে!

৬# একসময় সিফিলিস রোগের চিকিৎসার জন্য ম্যালেরিয়া ব্যবহৃত হতো। ডাক্তার ওয়াগনার ভন জুইরেগ ম্যালিয়ার আক্রান্তদের রক্ত সিফিলিস রোগীদের শরীরে পুশ করতো। জুইরেগ এই আবিস্কারের কারণে নোবেল পুরস্কার পান এবং পেনিসিলিন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত এই পদ্ধতি ব্যবহৃত হতো।              

৭# সিজোফ্রেনিয়া রোগটি ৯৮.৩% সঠিকভাবে নির্ধারণ করা যায় শুধু একটি সাধারণ চোখের পরীক্ষা দিয়ে!       

৮# সবচেয়ে বেশি হওয়া রোগের তালিকায় 'ব্রণ' আছে ৮ নাম্বারে! 

৯# যক্ষ্মাকে ভিক্টোরিয়ান যুগে এতো রোমান্টিকভাবে দেখা হতো যে এর লক্ষণগুলো ফ্যাশন ট্রেন্ড হয়ে যায়! এই ফ্যাশন আন্দোলনের নাম ছিল 'কনসাম্পটিভ চিক'।     

১০। অক্সফোর্ড ডিকশনারিতে সবচেয়ে দীর্ঘ শব্দ হলো, pneumonoultramicroscopicsilicovolcanoconiosis, ৪৫ অক্ষরের! একটি ফুসফুসের রোগের নাম!  

৯৬৪ পঠিত ... ১৬:১৪, মার্চ ১৯, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top