মার্চ মাসটি সম্পর্কে যে ১০টি মজার তথ্য আপনার না জানলেও ক্ষতি নেই

১০৪২ পঠিত ... ১৭:১৬, মার্চ ০৯, ২০২০

মার্চ মাস সম্পর্কে কয়েকটি তথ্য আপনি নিশ্চয়ই জানেন। এটি ইংরেজি ক্যালেন্ডারের তৃতীয় মাস, এটা ফেব্রুয়ারির পরে এবং এপ্রিলের আগে আসে, মার্চের প্রথমে জন্মাইলে আপনি মীন রাশি শেষে জন্মাইলে মেষ রাশি। আগে মার্চে এসএসসি পরীক্ষা হইতো, এখন এইচএসসি শুরু হবে শুরু হবে ভাব থাকে। এসব বাদেও মার্চ মাস সম্পর্কে আরও ১০টি মজার তথ্য আপনাকে জানাচ্ছে eআরকি!

১# মার্চ মাসে আপনাকে স্বাগত, হ্যাপি নিউ ইয়ার! অবাক হলেন? প্রাচীন রোমে অর্থাৎ ১৫০ খ্রিস্ট পূর্বাব্দের আগে ১০ মাসে বছর ছিল। বছর শুরু হতো মার্চে। শেষ হতো ডিসেম্বরে।   

২# প্রাচীন রোমে মার্চের মাঝামাঝি সময়কে 'আইডিয়াস অব মার্চ' বলা হতো। 'আইডিয়া' শুনে ভাববেন না, এটা ছিলো উদ্ভাবনের দিন। এটা আসলে  ছিলো লেনাদেনা চুকানোর শেষ দিন!     

৩# প্রতি বছর, মার্চ এবং জুন সপ্তাহের একই দিনে শেষ হয়।

৪# মার্চ মাস আমেরিকায় সবচেয়ে বেশি 'Loss'-এর মাস। এই মাসে সবচেয়ে বেশি কর্মী অনুৎপাদনশীল থাকে। কাজ ছেড়ে তাঁরা জুয়ায় মাতে!  

৫# মার্চ আমাদের স্বাধীনতার মাস। যুদ্ধ শুরুর মাস। মজার ব্যাপার হলো, এ মাসের নামকরণেও যুদ্ধ জড়িয়ে আছে। রোমান যুদ্ধের দেবতা মার্সের নামে মার্চ মাসের নামকরণ করা হয়েছে।             

৬# ২১ মার্চ পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান।   

৭# এ মাসে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়। আইফেল নিজে একদল সরকারি কর্মকর্তা এবং প্রেসের লোকদেরকে নিয়ে টাওয়ারের শীর্ষে গিয়েছিলেন। লিফট তখনো চালু হয়নি। তাই ভরসা পদযাত্রা। সময় লেগেছিল এক ঘন্টা! 

৮# ২০০৬ সালের মার্চের ২১ তারিখে টুইটার চালু হয়। প্রথম পোস্ট করেছিলেন টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি। পোস্ট: just setting up my twttr.    

৯# 'মি.ওয়াটসন, এখানে আসুন। আমি আপনাকে দেখতে চাই।' আলেকজান্ডার গ্রাহাম বেল মার্চ মাসের ১০ তারিখে ফোন করেছিলেন তাঁর সহকারীকে। এটিই প্রথম ফোন কল।     

 ১০# ৩১ মার্চ বিশ্ব ব্যাকআপ দিবস! ব্রেকাপ না কিন্তু!  

১০৪২ পঠিত ... ১৭:১৬, মার্চ ০৯, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top