প্রেমের জন্য জনৈক সিঙ্গেল ব্রিটিশ যুবকের এক বিজ্ঞাপনেই আড়াই হাজার আবেদন!

৬৪১ পঠিত ... ২১:৪৭, ফেব্রুয়ারি ১২, ২০২০

ভালোবাসার কি কোনো সীমা-পরিসীমা আছে? সম্ভবত নেই! ঠিক তেমনি, ভালোবাসা খুঁজতেও মাঝেমাঝে সীমার বাইরে যেতে হয়। এই যেমন, ইংল্যান্ডের শেফিল্ডে শহরের বাসিন্দা মার্ক ভালোবাসা খুঁজে পেতে নিজেকে নিয়ে রীতিমত এক বিজ্ঞাপন তৈরি করে ফেলেছেন! যা তা কোন বিজ্ঞাপন না, একেবারে বিলবোর্ড টাঙিয়ে দিয়েছেন ম্যানচেস্টারের এক ব্যস্ততম রাস্তায়। ৬ মিটার দৈর্ঘ্য আর ৩ মিটার উচ্চতার লাল রঙা বিলবোর্ডটিতে ৩০ বছর বয়সী মার্ক বেশ পোজ দিয়ে শুয়ে আছেন যার নিচে লেখা 'Date Mark'. আর এর নিচে একটি ওয়েবসাইটের ঠিকানা

আজকালকার যুগে প্রেমিক-প্রেমিকা খুঁজে পেতে নানান সামাজিক মাধ্যম থাকলেও এমন অভিনব পদ্ধতিতে প্রেমিকা খুঁজতে খুব কম মানুষকেই দেখা গেছে। তবে এই 'অসাধারণ' বিলবোর্ডটি কতটা মেয়েদের চোখে পড়েছে তা নিয়ে নিশ্চিত না হলেও প্রচুর পথচারী এবং গাড়ি চালকদের নজর কেড়েছে সে ব্যাপারে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। বিলবোর্ডে লেখা ওয়েবসাইটটিতে প্রবেশ করলেই জানা যাবে মার্কের সম্পর্কে নানান তথ্য। সেখানে সে নিজেকে 'অত্যন্ত সুদর্শন ও বিনয়ী' বলে আখ্যা দিয়েছেন। তা সত্ত্বেও বন্ধুমহলে সকলের বিয়ে হয়ে গেছে অথচ মার্ক এখনও একাই জীবন পার করছেন; এ নিয়ে বেশ অভিযোগও আছে তার। 

উনি এই বই পড়ছেন কেন? উনারই তো এখন বই লেখা উচিত...

মার্ক তার ওয়েবসাইটে তর্জনীর মাপ থেকে জুতার মাপের মত নানান 'প্রয়োজনীয়' তথ্যও রেখেছেন। আছে FAQ (ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন) নামে একটি সেকশন, যেখানে মার্ক কিছু সাধারণ প্রশ্নের উত্তরও দিয়েছেন। সাইটে তিনি নারীদের আহ্বান করেছেন তার প্রেমিকা হবার জন্য এপ্লাই করতে। ডেটিংয়ে যেতে আগ্রহী না হলে অনুদান করার জন্যেও অনুরোধ করেছেন তিনি। কারণ, বিলবোর্ডটি টাঙাতে মার্কের খরচ হয়েছে প্রায় ৪২৫ পাউন্ড। এমন খরুচে বিজ্ঞাপন নাকি সে ইংল্যান্ডের সকল শহরেই ছড়িয়ে দিতে চায়! তাই, অনুদান পেলে মন্দ কী!  

যদিও মার্কেটিং সেক্টরে কর্মরত মার্ক তার এই এক মার্কেটিংয়ের কল্যাণেই যে সাড়া পেয়েছেন সেটাই প্রেমিকা পাওয়ার জন্য যথেষ্ট হওয়ার কথা। সর্বশেষ তথ্যমতে ২৩৬৩ জন আবেদন করেছেন মার্কের সাথে ডেটে যাওয়ার জন্য। আবেদনকারীদের বিষয়ে জানতে চাইলে মার্ক জানিয়েছেন, আবেদনকারীদের অর্ধেক নাকি ছেলেই। তবুও এতটা সাড়া পেয়ে তিনি খুবই আনন্দিত। প্রায় আড়াই হাজার আবেদনের মধ্য থেকে মার্ক তার প্রেমিকা 'মার্ক' করার প্রচেষ্টায় সফল হয়েছেন কি না তা এখনও জানা যায়নি। তবে, এমন বিলবোর্ড দেখে কোনো গ্রাফিক ডিজাইনার যে প্রেমের আবেদন করেননি তা মোটামুটি হলফ করেই বলে দেওয়া যায়। তাও আশা করা যাচ্ছে, এই ভ্যালেন্টাইনেই তার ভ্যালেন্টাইন নিয়ে বহুকাঙ্ক্ষিত ডেটে যেতে পারবেন মার্ক।

৬৪১ পঠিত ... ২১:৪৭, ফেব্রুয়ারি ১২, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top