ইংরেজ কথাসাহিত্যিক লুইস ক্যারলের ১২টি 'ওয়ান্ডার'ফুল উক্তি

২২৫৪ পঠিত ... ১৮:০০, জানুয়ারি ২৭, ২০২০

‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ এর সাথে আপনি নিশ্চয়ই পরিচিত? বিশ্বখ্যাত এই ফিকশনটি যদি না পড়ে থাকেন, টিম বার্টনের সিনেমাটি দেখেন অবশ্যই? যদি তাও না দেখে থাকেন, নাম নিশ্চয়ই শুনেছেন। ইংরেজ কথাসাহিত্যিক লুইস ক্যারলের এই বইটি শিশুদের পাশাপাশি বড়দের কাছেও জনপ্রিয়। আদতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ছিলেন চার্লস লুটউইজ ডজসন, লিখতেন ‘লুইস ক্যারল’ ছদ্মনামে। গণিতের বই পড়ানোর পাশাপাশি ডজসন ছোটদের জন্য আবোল-তাবোল ছড়া আর মজার মজার সব কল্প-গল্প লিখতেন যা পরবর্তীতে বড়দেরও আকৃষ্ট করতে সমর্থ হয়। চলুন, জেনে নেয়া যাক ইংরেজ এই সাহিত্যিকের সাহিত্যকর্মে ছড়িয়ে থাকা ১২টি ‘ওয়ান্ডার’ফুল উক্তি।

 

১#
প্রত্যেকেই যদি নিজের চরকায় তেল দিতো, পৃথিবী আরও দ্রুত গতিতে এগিয়ে যেত।  

২#
অতীতের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, কারণ তখন আমি ভিন্ন ব্যক্তি ছিলাম।  

৩#
সবকিছুই হাস্যকর, যদি আপনি সেটি নিয়ে হাসতে জানেন।  

৪#
না নেয়া সুযোগ, না জড়ানো সম্পর্ক, কিংবা যে সিদ্ধান্তগুলো নিতে দেরি করেছি শেষ পর্যন্ত সেগুলো নিয়েই আমাদের আফসোস হয়। 

৫#
আমি পাগল না। আমার রিয়ালিটি শুধু আপনারটার চেয়ে আলাদা। 

৬#
মানুষ অন্যদের ব্যাপারে অধিকাংশ সময় জানতে চায় সেইসব বিষয়ে যেগুলোতে তাদের নাকগলানোই উচিৎ না। 

৭#
মানুষের সঠিক সংজ্ঞা হলো যে এমন প্রাণি যে চিঠি লেখে। 

৮#
: অনন্তকাল কতটা দীর্ঘ?
: অনেক সময় এক সেকেন্ড মাত্র। 

৯#
যত তাড়াহুড়ো করবেন, আপনি  তত পেছনে পড়বেন। 

১০#
আমি কখনও শুনিনি, কিন্তু মনে হচ্ছে  অসাধারণ ননসেন্স কিছু। 

১১#
আমরা বুড়ো শিশু ছাড়া কিছু না, যারা তার ঘুমের জন্য অস্থির হয়ে ওঠে। 

১২#
আমি জীবনে এত অদ্ভুত জিনিস দেখছি যে কোনো কিছুই আর অদ্ভুত মনে হয়।

২২৫৪ পঠিত ... ১৮:০০, জানুয়ারি ২৭, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top