দ্য হ্যাপি ব্রডকাস্ট ২০১৯ : বিশ্বজুড়ে ২০১৯ সালে ঘটে যাওয়া ৫০টি ভালো ঘটনা

১৫০২ পঠিত ... ২১:৩১, ডিসেম্বর ২৯, ২০১৯

খবরের কাগজ বা টেলিভিশন খুললেই চোখে পড়ে ধ্বংস, ভাঙচুর, খুনের খবর। এসবের ভিড়ে অনেকটাই চাপা পড়ে যায় ভালো খবরগুলো। এই খবরগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সবার মাঝে ছড়িয়ে দেয়ার কাজ করেন ইটালিয়ান মাউরো গাতি। তিনি 'দ্য হ্যাপি ব্রডকাস্ট' নামক একটি ওয়েবসাইট চালান যেখানে তারা কয়েকজন বন্ধু মিলে ইলাস্ট্রেশনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ভালো ও আশাজাগানিয়া খবর প্রকাশ করেন। মাউরোর লক্ষ্য নিজের আর্টের মাধ্যমে ইতিবাচকতা ছড়িয়ে দেয়া। এটা ঘৃণা ও ভীতিকর সংবাদের প্রতি একটা পাল্টা জবাব যা সবার মাঝে আনন্দের সংবাদগুলো ছড়িয়ে দিতে অনুপ্রাণিত করবে৷ শুধু ওয়েবসাইটে নয় ফেসবুক এবং ইন্সটাগ্রামেও খুঁজে পাওয়া যাবে হ্যাপি ব্রডকাস্টকে।

মাউরো ২০১৮ সালের ২ জানুয়ারি থেকে এই প্রজেক্টের কাজ করছেন। প্রথমে তিনি প্রতি সপ্তাহে একটি করে ভালো খবরের ইলাস্ট্রেশন প্রকাশ করতেন। এখন প্রতি দুই-তিন দিন পরপর একটি করে ইলাস্ট্রেশন প্রকাশ করেন।

মাউরো বলেন, 'আমি যখন দ্য হ্যাপি দ্রডকাস্টের কাজ করি তখন এমন খবরগুলো বেছে নিই যেগুলোর আন্তর্জাতিক পর্যায়ে আবেদন আছে। যেমন, পশু অধিকার, জলবায়ু পরিবর্তন, বিজ্ঞান। যেসব খবর বলবে আমরা কতটা এগিয়ে যাচ্ছি এই হতাহতের দুনিয়ার মাঝেও।'

'খারাপ খবরগুলো বেশি প্রকাশিত হয় কারণ এসব ঘটনাগুলো আকস্মিকভাবে ঘটে। সামান্য উন্নয়নের চেয়ে এর প্রভাব অনেক বেশি থাকে। কিন্তু ভালো কিছু একদিনে ঘটে যায় না। মানুষ হিসেবে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে যাকে বলে ''নেগেটিভ বায়াস'' অর্থাৎ নেতিবাচকতার প্রতি পক্ষপাত। আমরা একটা খারাপ সংবাদে অনেক দ্রুত প্রতিক্রিয়া প্রকাশ করি যা আমাদের ভালো থাকা এবং কর্মদক্ষতাকেও প্রভাবিত করে।'

মাউরো মনে করেন, ভালো এবং খারাপ সংবাদের মধ্যে একটা ভারসাম্য থাকা উচিত। রাজনীতি, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি এসব বিষয়গুলোতে খারাপ খবরটা যেভাবে প্রচারিত হয়, ভালো দিকগুলোও সেভাবে প্রচার করতে হবে৷ তাহলে আমরা পৃথিবীর প্রতি আরও আশাবাদী হব। একই সাথে সঠিক তথ্যসূত্র ব্যবহার করতে হবে ও ভুল তথ্য দেয়া থেকে বিরত থাকতে হবে।

এ বছরের বিশ্বের ৫০টি ভালো খবর আপনিও দেখে নিতে পারেন।

১# থেরেসা কাচিনদামোটো নামক এক নারী মালাউইয়ের দেদজা জেলার প্রধান বা ইনকোসি নির্বাচিত হয়েছেন। ১৫০০ বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি তিনি ঐ অঞ্চলে বাল্যবিবাহ অবৈধও করেন। একই সাথে এই মেয়েদের স্কুলে পাঠানোর ব্যাপারটিও তিনি নিশ্চিত করেছেন।

২# বিশ্বে অবশিষ্ট শেষ দুটি নর্দার্ন হোয়াইট রাইনোর সাতটি ডিম নিষিক্ত করা সম্ভব হয়েছে। আশা করা যাচ্ছে গণ্ডারের এই প্রজাতিকে বাঁচিয়ে রাখা সম্ভব!

৩# আমাজনের আদিবাসীরা তেল কোম্পানীর সাথে আইনি যুদ্ধে জয় লাভ করেছেন। এতে করে আমাজন রেইনফরেস্টকে ড্রিলিং থেকে বাঁচিয়ে রাখবে। 

৪# সুইডেন নিয়েছে একটি দারুণ উদ্যোগ। কোন রক্তদাতার রক্ত কারো জীবন বাঁচালে তার কাছে সেই বার্তাটি মুঠোফোনে চলে যাবে।

৫# যাদভ পায়েং নামের এক ভারতীয় ব্যক্তি গত ৩৫ বছর ধরে প্রতিদিন একটি করে গাছ লাগিয়ে গেছেন, যা অব্যহত ছিল ২০১৯ সালেও। এভাবে তিনি প্রায় ৬০০ হেক্টরের বন তৈরি করেছেন। 

৬# নরওয়ে লফোটেন আইল্যান্ডের বাস্তুতন্ত্র রক্ষার উদ্দেশ্যে সেখানে তেল খননের প্রকল্প বাদ দিয়েছে। যার মূল্যমান ছিল আনুমানিক ৫৩ বিলিয়ন ইউরো।

৭# সামুদ্রিক কচ্ছপ আবারও ফিরে আসতে শুরু করেছে। ‘এনডেঞ্জার স্পিসিস এক্ট’ বা বিপন্ন প্রজাতি আইনের কল্যাণে তাদের সংখ্যা বৃদ্ধির পরিমাণ বর্তমানে ৯৮০ শতাংশ।

৮# থাইল্যান্ডের সুপারমার্কেটগুলো প্লাস্টিকের মোড়কের বদলে কলাপাতায় পণ্য মুড়িয়ে দেওয়া শুরু করেছে। 

৯# স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে দ্বিতীয় ব্যক্তি হিসেবে লন্ডনের এক এইচআইভি পজিটিভ ব্যক্তির শরীরের সকল ভাইরাস দূরীকরণ সম্ভব হয়েছে। 

১০# পৃথিবী জুড়ে ধানচাষীরা কীটনাশকের পরিবর্তে ব্যবহার করছেন হাঁস। গাছ স্পর্শ না করেই হাঁস পোকা ও আগাছা খেয়ে ফেলতে পারে।

১১# কোন বেওয়ারিশ কুকুর ছাড়া প্রথম দেশ হওয়ার গৌরব অর্জন করেছে নেদারল্যান্ডস। 

১২# তিমি, ডলফিন এবং এ জাতীয় প্রাণিদের বিনোদনের জন্য বন্দী রাখাকে অবৈধ ঘোষণা করে কানাডায় একটি বিল পাশ করা হয়েছে। 

১৩# রোমের মেট্রোরেলে এখন প্লাস্টিকের বোতল দিয়েই টিকিট কিনতে পারবেন। এখন পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি বোতল রিসাইকেল করা হয়েছে। 

১৪# বৃদ্ধদের একাকীত্ব ও ডিমেনশিয়া দূর করার জন্য দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। সে দেশে পঁয়ষট্টি-ঊর্ধ্বদের জন্য দিনের বেলা আয়োজন করা হচ্ছে ডিস্কো পার্টি।   

১৫# ক্যালিফোর্নিয়ার পেট স্টোরগুলোয় পোষা প্রাণী বিক্রি সীমিত করা হয়েছে। এখন থেকে তারা শুধু উদ্ধারকৃত ও আশ্রয়ে থাকা বিড়াল, কুকুর ও খরগোশ কেনাবেচা করতে পারবে। 

১৬# হল্যান্ডে শতশত বাসস্ট্যান্ড গাছের ছাউনি দেয়া হয়েছে যার নাম ‘গ্রিন রুফ’। যাতে করে এই ছাউনিতে মৌমাছিরা আশ্রয় নিতে পারে। 

১৭# বিশ্বের প্রথম দেশ হিসেবে আইসল্যান্ড নারী-পুরুষের সমান পারিশ্রমিক নিশ্চিত করেছে আইন প্রয়োগের মাধ্যমে। 

১৮# সান ফ্রান্সিসকোর ‘কাডল ক্লাব’ কুকুরদের সাথে এমন বয়স্ক মানুষদের একত্র করে যাদের সঙ্গ, শরীরচর্চা ও ভালোবাসা দরকার।

১৯# গ্রেট ব্যারিয়ার রিফের অবস্থাকে আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য লার্ভালবট নামের এক রোবট কাজ করছে। এই রোবট কোরাল বেবিদের পৌঁছে দিচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফে। 

২০# ভারতের এক গ্রামে প্রতিবার কোন শিশুকন্যা জন্ম নিলে সেটি উদযাপন করা হয় ১১১টি গাছ রোপণের মাধ্যমে। তারা এ পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি গাছ লাগিয়েছেন। 

২১# ফিনল্যান্ডের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম টিকা আবিষ্কার করেছে, যা মৌমাছির ‘বি এপোক্যালিপস’ রোগ রোধ করবে। 

২২# পশুপাখির ওপর নির্যাতন রোধের জন্য জার্মান সার্কাস আসল পশুপাখি্র বদলে তাদের হলোগ্রাফিক চিত্র ব্যবহার শুরু করেছে। 

২৩# বিজ্ঞানীরা এমন এক প্রকার ভোজ্য মাশরুম আবিষ্কার করেছেন যা প্লাস্টিক খেয়ে ফেলে! এটা আমাদের মাটিকে প্লাস্টিক থেকে রক্ষা করতে পারে। 

২৪# বছরে দেড় হাজার মানুষ আত্মহত্যা করে, এমন খবরের পর সুইডেন বিশ্বের প্রথম মানসিক স্বাস্থ্য এম্বুলেন্স চালু করেছে। 

২৫# বিরল ক্যান্সারে আক্রান্ত এক শিশুর জন্য স্টেম সেল দান করতে হাসপাতালে এসেছিলেন ৪৮৫৫ জন মানুষ। ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজেও তারা সবাই অপেক্ষা করেছেন স্টেম সেল টেস্টের জন্য। 

২৬# একটা সময় দক্ষিণ কোরিয়ায় তাদের খাদ্য  উচ্ছিষ্টের ২ শতাংশ রিসাইকেল করতে পারত। স্মার্ট বিন ও বিশেষ বায়োডিগ্রেডেবল ব্যাগের কল্যাণে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ শতাংশে। 

২৭# বিলুপ্ত হবার মুখ থেকে ফিরে এসেছে হাম্পব্যাক হোয়েল। সংরক্ষণের প্রচেষ্টায় এই তিমির সংখ্যা কয়েকশ থেকে বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ হাজার। 

২৮# শেতাঙ্গ আধিপত্যবাদী কন্টেন্ট নিষিদ্ধ করেছে ইউটিউব। হেইট স্পিচ প্রচার করা অসংখ্য চ্যানেলও সরিয়ে দেয়া হবে ইউটিউব থেকে। 

২৯# ২০২১ সালের মধ্যে পাম ওয়েলের জন্য গাছ কাটা বন্ধের লক্ষ্যমাত্রা নিয়েছে পেরু। বন্যপ্রাণী ও টেকসই কৃষির জন্য এটি একটি অবিস্মরণীয় জয়। 

৩০# আফ্রিকান হাতির বাচ্চাদের আর বন থেকে নিয়ে সার্কাস বা চিড়িয়াখানায় বিক্রি করা হবে না। 

৩১# ভারতীয় কিছু গ্রামবাসী বিশাল এক সোয়েটার বুনেছে হাতিদের জন্য। যাতে করে তারা প্রচণ্ড শীতেও বেঁচে থাকতে পারে।

৩২# নানা রকম বুনোফুল দিয়ে লন্ডনে নির্মাণ করা হয়েছে ‘বি করিডোর’। সাত মাইল দীর্ঘ এই করিডোরের মাধ্যমে মৌমাছির সংখ্যা বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব। 

৩৩# মেক্সিকোতে বিজ্ঞানীরা ক্যাকটাসের রস দিয়ে এক প্রকারের নকল প্লাস্টিক তৈরি করেছেন যা এক মাসের মধ্যে পচনশীল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। 

৩৪# বন্যপ্রাণী বাঁচানোর জন্য নেদারল্যান্ডসে পাঁচটি কৃত্রিম দ্বীপ তৈরি করা হয়েছে। এখানে প্রথম দুই বছরে ৩০ হাজার পাখি ও ১২৭ প্রজাতির গাছ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। 

৩৫# বিজ্ঞানীরা সব রক্তের গ্রুপকে বৈশ্বিক রক্তের গ্রুপ ‘ও’-তে রূপান্তর করেছেন। ফলে যেকোনো রোগীর জন্য এটি ব্যবহার সম্ভব। এর ফলে বেঁচে যেতে পারে হাজারো মানুষের জীবন।   

৩৬# টানা ষষ্ঠ বছরের মতো যুক্তরাজ্য কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়েছে। ১৮৮৮ সালের পর এত কম কার্বন নিঃসরণ কখনো হয় নি। 

৩৭# গবেষণায় পাওয়া গেছে, কুকুরের অত্যন্ত প্রবল ঘ্রাণ ইন্দ্রিয়ের সাহায্যে নির্ভুলভাবে ক্যান্সার সনাক্ত করা সম্ভব। 

৩৮# এশিয়ার প্রথম কোন দেশ হিসেবে তাইওয়ানে ঐতিহাসিক সমলিঙ্গ বিবাহ আইন পাশ হয়েছে।

৩৯# অনলাইন গেম ফোর্টনাইটের নির্মাতা টিম সুইনি কয়েক হাজার একর বন কিনে নিচ্ছেন সেসব জায়গার বৃক্ষনিধন রোধ করার জন্য। 

৪০# আমেরিকায় ৫৭% কৃষ্ণাঙ্গ পুরুষ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণিতে স্থান পেয়েছেন। ১৯৬০ সালে কৃষ্ণাঙ্গদের ৪১% যেখানে দরিদ্র ছিল, তা এখন কমে দাঁড়িয়েছে ১৮ শতাংশে।  

৪১# পৃথিবীতে ব্যবহৃত মোট শক্তির এক তৃতীয়াংশই এখন নবায়নযোগ্য শক্তি উৎস থেকে আসে। 

৪২# ডারউইনের রেকর্ডে থাকা ইগুয়ানা ২০০ বছর পর আবারও ফিরে এসেছে গ্যালাপাগোস দ্বীপে। 

৪৩# নাসা জানিয়েছে, ২০ বছর আগের চাইতেও বর্তমান পৃথিবী বেশি সবুজ। 

৪৪# নাইজেরিয়ার লাগোসে অভিভাবকেরা তাদের বাচ্চার স্কুলের ফি দিতে পারেন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে সেগুলো রিসাইকেলের জন্য জমা দিয়ে। 'দ্য রিসাইকেল পে প্রজেক্ট' এই ব্যবস্থা করেছে। 

৪৫# ইকুয়েডরের আদিবাসীরা এক অভূতপূর্ব আইনী জয় পেয়েছেন বন বাঁচানোর লড়াইয়ে। স্বর্ণখনির থাবা থেকে বাঁচিয়েছেন অ্যামাজন রেইনফরেস্টের বিশাল অংশকে। 

৪৬# কলম্বিয়ান দৃষ্টি প্রতিবন্ধী নারীদেরকে স্তন ক্যান্সার সনাক্তকরণের ট্রেনিং দেয়া হচ্ছে। এই ক্ষেত্রে তারা ডাক্তারদেরকেও ছাড়িয়ে যাচ্ছেন। 

৪৭# ১৯৯৪ সালে আত্মহত্যার হার ছিল পৃথিবীতে সর্বোচ্চ। ২৫ বছরে বিশ্বব্যাপী আত্মহত্যার হার হ্রাস পেয়েছে ৩৮ শতাংশ। অন্তত ৪০ লক্ষ মানুষ বেঁচে গেছেন আত্মহত্যার হাত থেকে।

৪৮# প্রথম নারী হিসেবে ক্যারেন উহমেনবেক পেয়েছেন ম্যাথমেটিকসের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার। 

৪৯# গবেষণায় জানা গেছে, গরুকে সমুদ্র শৈবাল খাওয়ানোর মাধ্যমে গোবর থেকে সৃষ্ট গ্রিনহাউজ গ্যাসের ৯৯ শতাংশ পর্যন্ত কমানো যায়।  

৫০# আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের সৌর প্রকল্প আফ্রিকার ৯ কোটি মানুষকে প্রথমবারের মতো বিদ্যুতের সাথে সংযোগ ঘটাবে। 

১৫০২ পঠিত ... ২১:৩১, ডিসেম্বর ২৯, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top