ওয়েবপেজ খুঁজে না পাওয়া গেলে যে কারণে error 404 লেখা দেখানো হয়

১৪৬০ পঠিত ... ২০:০০, ডিসেম্বর ২৯, ২০১৯

লেখার শুরুতে একটি কুইজ। বলুন তো কোন সংখ্যাটি দেখলেই আপনার মাথা গরম হয়ে যায়। এই সংখ্যাটি সর্বজনীন বিরক্তিকর সংখ্যা। আপনি ইন্টারনেট জগতের বাসিন্দা হলে এতক্ষণে বুঝে যাওয়ার কথা। জ্বি, হ্যাঁ। সংখ্যাটি ৪০৪! 

৪০৪ ইরর হলো একটি ওয়েবসাইটের কমন ম্যাসেজ যা নির্দেশ করে ওয়েব পেজটি পাওয়া যায় নি। ৪০৪ ইরর বলতে বোঝায় যে, সার্ভারটি চলমান কিন্তু ওয়েব পেজটি বা ওয়েবপেজে যাওয়ার পথটি বৈধ নয়। 

প্রশ্ন হলো, ৪০৪ কেন। অন্য কোন সংখ্যা না কেন। ইরর ৪০৪ এর আছে একটি মজার ইতিহাস। 

১৯৮০ দশকের কথা। সুইজারল্যান্ডের একদল বিজ্ঞানী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নিয়ে কাজ শুরু করেন। অন্যতম উদ্দেশ্য, একটি ডাটাবেস অবকাঠামো তৈরি করা। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রথম কেন্দ্রীয় ডাটাবেসটি সুইজারল্যান্ডের একটি ভবনের চতুর্থ তলায় বসানো হয়। যার রুম নাম্বার ছিল ৪০৪।

অফিসের ভেতরে  দুজন ম্যানুয়ালি অনুরোধ করা ফাইলগুলি সনাক্ত করতো এবং অনুরোধকারী ব্যক্তির কাছে নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে পাঠাতো। সেখানে ফাইল আদান-প্রদানের সময় ভুল থাকলে 'রুম ৪০৪ঃ পাওয়া যায় নি' এই ম্যাসেজ আসতো। যা এখন আপনি সার্ভারপেজ খুঁজে না পেলে দেখতে পান! 

১৪৬০ পঠিত ... ২০:০০, ডিসেম্বর ২৯, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top