ক্রিসমাস ইন জুলাই : পৃথিবীর দক্ষিণ গোলার্ধে 'গ্রীষ্মকালীন ক্রিসমাস' যেমন হয়

২৪১৪ পঠিত ... ১৫:৩৮, ডিসেম্বর ২৯, ২০১৯

‘ক্রিসমাস ইন জুলাই’ নামে একটা মুভি বের হয়েছিল হলিউডে ১৯৪০ সালে। শুনতে খুব অদ্ভূত লাগছে? জুলাই মাসে আবার ক্রিসমাস কীভাবে হয়? সে তো সেই ডিসেম্বর মাসের ধরাবাঁধা উৎসব। চারিদিকে শীতল আবহাওয়া, সবার গায়ে গরম পোশাক, বিছানার কোণে বাচ্চাদের উলের তৈরি মোজা ঝুলানো, চারিদিক বরফে আচ্ছাদিত, বিদেশী মুভিতে এসবই আমরা এতদিন ধরে দেখে আসছি। তবে কি আমরা এতদিন ধরে ভুল জানলাম?

অলংকরণ: মুবতাসিম শাবাব

না, আপনার ভুল হচ্ছে না। পৃথিবীতে দক্ষিণ গোলার্ধ নামে যে একটা জায়গা আছে। এখানে গ্রীষ্মকালে বড়দিন পালিত হয় তা আমাদের অনেকেরই মনে থাকে না। সেখানে এখন তীব্র রোদের আনাগোনা। এতই তাপের তীব্রতা যে সেখানকার কিছু কিছু সুপার শপে ‘ক্রিসমাস ইন জুলাই’ লেখা ব্যানার ঝুলিয়ে রাখা হয়। কারণ অস্ট্রেলিয়াতে যখন জুলাই মাস তখন মূলত হাড় কাপানো শীতের শুরু। সুতরাং ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধে যখন প্রচণ্ড ঠাণ্ডা তখন অজিরা দরদরিয়ে ঘামছেন।

কেবল মাত্র অস্ট্রেলিয়াতেই নয়। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, কমোরোস, মাদাগাস্কার, এঙ্গোলা, বলিভিয়া,প্যারাগুয়ে, সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া আর পাপুয়া নিউগিনি এই দেশ গুলোতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা হচ্ছে সেখানকার গ্রীষ্মকাল। বড়দিনে তাই এদেশগুলোতে থাকে খটখটে রোদ। আর এ কারণেই দেখা যায় বেশ অদ্ভূত কিন্তু মজার কিছু ঘটনা। অস্ট্রেলিয়াতে এসময় যদি সান্টা ক্লজ কে সুইমিংয়ের কাপড় পরে বিচে প্রবেশ করতে দেখেন, তাহলে অবাক হবেন না।  

এছাড়াও গ্রীষ্মকালীন অবকাশের নিয়ম মেনেই এ সময় অস্ট্রেলিয়ার অধিবাসীরা ক্রিসমাসের ছুটি কাটান কোন বিচে বা ক্যাম্পিং গ্রাউন্ডে। তুষার মানবের বদলে এ সময় বিচে বাচ্চাদের স্যান্ডম্যান (বালি মানব) বানাতে দেখা যাবে।  বল্গাহরিণে টানা গাড়ির বদলে সান্টা ক্লজ কে সার্ফিং করতে দেখা যাওয়াও অসম্ভব নয়।    

পাশের দেশ নিউজিল্যান্ড মোটামুটি একইভাবে তাদের বড়দিন উদযাপন করে। সাউথ আফ্রিকার মানুষেরা পরিবার-পরিজনদের নিয়ে বার-বি-কিউ আয়োজন করে। মাদাগাস্কারে সবাই লাল মাফলার আর লাল হ্যাট পরে ঘুরে বেড়াতে দেখা যায়। বলিভিয়ার মানুষেরা বিচে রোদ পোহানোর সময় সান্তার কাছে থেকে পায় চমৎকার সব উপহার। আর ক্রিসমাস ট্রির পরিবর্তে এ সময় তারা রঙিন কাপড় ব্যবহার করে নিজেদের পছন্দ মতন গাছ বানিয়ে নেয়। অস্ট্রেলিয়াতে ক্রিসমাস ট্রি হিসেবে ব্যবহৃত হয় তাদের দেশীয় ইউক্যালিপ্টাস। এমনকি কেউ কেউ পাম গাছ দিয়েও ঘর সাজিয়ে থাকেন।     

ফিরে আসি প্রথমে যে ক্রিসমাস ইন জুলাই মুভির কথাইয়। সর্বপ্রথম একটি ফ্রেঞ্চ অপেরা ১৮৯৪ একটি নাটকে এই বাক্যটি প্রয়োগ কর। সেই গল্পে একদল ছেলেমেয়ে ক্রিসমাসের গান এর জন্য জুলাই মাসে প্রস্ততি নিচ্ছিল, এমন সময় তাদের মাঝে একজন বলে উঠে  “যখন ক্রিসমাসের গান আগে থেকে গাওয়া হয় তখন মৌসুম ও আগে ভাগেই সমাগত হয়। এই অপেরাটি জার্মান দার্শনিক গ্যেটের একটি বইয়ের উপর ভিত্তি করে লেখা।   

মূলত পরিচালক প্রেস্টন স্টুরজেস এর ১৯৪০ সালের কমেডি মুভিটি এই শব্দযুগলকে সবার সামনে নিয়ে আসে। মুভিটি ছিল একজন সহজ-সরল মানুষের গল্প যে মনে করে টিভি বিজ্ঞাপনের স্লোগান নির্বাচনের একটি প্রতিযোগিতায় সে ২৫,০০০ ডলার জিতে গেছে। এরপর সে তার পরিবার, বন্ধু-বান্ধব, এমনকি পাড়া-প্রতিবেশীর জন্য উপহার কেনে, নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। 

১৯৪৪ সালে আমেরিকার সৈন্যদের আমেরিকান পোস্ট অফিস, আর্মি ও নেভির সহায়তায় এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করে। এই মধ্যাহ্ন ভোজের উদ্দেশ্য ছিল সার্ভিসম্যানদের মধ্যে যারা সেসময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধের অংশগ্রহণ করছিল তাদের জন্যে চিঠি লেখা মানুষদের উৎসাহিত করা।  

কালক্রমে এটি আমেরিকান বিজ্ঞাপনী সংস্থা গুলো তাদের সামারটাইম সেলসের বিজ্ঞাপনে ব্যবহার করতে শুরু করে। পুরাতন বছরের জিনিষপত্র ক্রেতাদের কাছে বিক্রি করে নতুন পণ্য দোকানে উঠানোর জন্যে এই আইডিয়াটি ৫০ এর দশকে পুরোদমে ব্যবহৃত হতে থাকে । এরপর এটা ছড়িয়ে পরে সারা বিশ্ব্বে।  

মজার ব্যাপার হচ্ছে উল্লেখিত অনেক দেশেই তুষারশুভ্র ক্রিসমাস ডিসেম্বরে উপভোগ করতে পারে না। তাই অনেক দেশেই শীতের সময়ের ক্রিস্মাস উৎসবের এর মজা পেতে জুলাই মাসেও কিছু ক্রিসমাস অনুষ্ঠান পালন করে থাকে।

২৪১৪ পঠিত ... ১৫:৩৮, ডিসেম্বর ২৯, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top