খ্যাতিমান নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ১১টি মজার উক্তি

২৩৫২ পঠিত ... ২১:২৩, ডিসেম্বর ১৭, ২০১৯

স্টিভেন স্পিলবার্গ, সর্বকালের সেরা একজন মার্কিন চলচ্চিত্র নির্মাতাই শুধু নন, বিশ্বের সর্বকালের সেরা ফিল্মনির্মাতাদের একজন। তিনবার অস্কারজয়ী স্পিলবার্গ একই সাথে ৭০, ৮০ ও ৯০ এর দশকের সবচেয়ে বেশি আয় করা তিনটি সিনেমারই পরিচালক। আর্ট ও কমার্সের মেলবন্ধন ঘটানো বিরল নির্মাতাদের একজন স্পিলবার্গ। গুণী এই নির্মাতার জন্মদিনে পড়া যাক নানা সময়ে বলা তার কিছু ‘কথামৃত’।    

 

১#
বুকমার্কের জন্যে এক ডলার খরচের কী দরকার? নোটটাকেই কেন বুকমার্ক হিসেবে ব্যবহার করছেন না? 

২#
আমি চিন্তা করি বিভিন্ন অধ্যায়ের ভিত্তিতে। একটা মুভি বানানো শেষ হলে একটা অধ্যায়। আমার সন্তান স্নাতক হয়েছে, এটাও একটা অধ্যায়। অনেকগুলো অধ্যায় নিয়ে আমাদের জীবন। 

৩#
রাত্রির ঘুমে আমি স্বপ্ন দেখি না, দেখি দিনের বেলা, আমি সারাদিন স্বপ্ন দেখি; আমি জীবিকার প্রয়োজনে স্বপ্ন দেখি। 

৪#
মাসে একবার আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আর সামলে নিতে গিয়ে মনে হয় অন্তত আরেকটা মুভি আমি বানাইতে চাই।   

৫#
পরিচালক হওয়ার একটা সুবিধা হলো, অনেক কঠিন জিনিস না বুঝেই আপনি মুভিতে স্বেচ্ছাসেবক হতে পারেন। 

৬#
সেন্সরশিপ ও উন্নত রুচি এবং নৈতিক দায়িত্বের মধ্যে রয়েছে সূক্ষ্ম পার্থক্য। 

৭#
এতো দ্রুত আমি কলেজ ছেড়েছি যে আমার লকারও ভালো করে পরিষ্কার করিনি। 

৮#
বাবা হওয়াটা কঠিন কাজ, অথচ জীবনে আমার উভয় ধরনের কাজই সামলাতে হয়: পরিচালক হিসেবে আমার কাজ এবং বাচ্চাদের আমাকে পরিচালনার কাজ। 

৯#
পাবলিকের চোখে আমাদেরকে নিয়ে অজস্র গুজব। যা সত্যি না, মাঝেমাঝে সেটা অস্বীকার করাও খুব কঠিন হয়ে যায়।  

১০
আমি যখনই সিনেমা হলে যাই, মনে হয় জাদু, সিনেমা যে বিষয়েই হোক না কেন!

১১#
যখনই না জানা ইতিহাসের কোনো একটা পর্ব নিয়ে গভীরভাবে পড়াশোনা করি, আমার রাগ হয় যে শিক্ষকেরা এ বিষয়ে কিছুই শেখাননি। 

২৩৫২ পঠিত ... ২১:২৩, ডিসেম্বর ১৭, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top