যাত্রাবিরতিতে eআরকি সিট ডাউন কমেডি : যেমন ছিল তরুণদের পান ও কমেডির দ্বিতীয় আসর

৭২৪ পঠিত ... ১৯:০৮, ডিসেম্বর ০৪, ২০১৯

 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদিন ঢাকার কাওরানবাজার গিয়েছিলেন মাছ কিনতে। পথে চলতে চলতে, রোদে ঘুরে, মাছ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে এক ডাবের ভ্যানের সামনে এসে তিনি ডাব অর্ডার দিলেন। সেই ডাবের পানি পান করে শরৎবাবু এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে খুশি হয়ে 'পথের ডাব-ই' নামে একটা বই-ই লিখে ফেললেন!

'সিট ডাউন কমেডি : পান স্পেশাল' এর 'যাত্রাবিরতি' আসরের শুরুতেই এমন একটি 'পান' বলে সিমু নাসের উপস্থিত দর্শকদের বুঝিয়ে দিলেন, এমন সব পান-ই নাকি সকলকে গলধঃকরণ করতে হবে পাক্কা দু'ঘন্টা ধরে!

কিন্তু, পান মানে কী? এইযে শব্দ নিয়ে নানান রকম খেলা, একই শব্দের বিভিন্ন অর্থগুলো ভিন্ন আঙ্গিকে তুলে ধরা কিংবা ভিন্নভাবে উচ্চারণ করে শব্দের দ্ব্যর্থক অর্থ প্রকাশ করা একেই বলা হয় 'পান'। যার কিনা একটা বাংলা প্রতিশব্দও রয়েছে- যমক। পান বিষয়টাকে অনেকে পাশ্চাত্য সাহিত্যের ব্যাপার মনে করলেও, বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকেই এর বেশ প্রচলন রয়েছে। ভারত চন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিবরাম চক্রবর্তীরা পানের যে ধারা তৈরি করে দিয়ে গিয়েছিলেন তারই রেশ ধরে বর্তমানের তরুণ-তরুণীরাও সোশ্যাল মিডিয়া কিংবা আড্ডার মাঝে পানের চর্চা করে যাচ্ছেন প্রতিনিয়ত।

আর এই ‘পান’ কারিগরদের নিয়েই অনলাইন হিউমার ও স্যাটায়ার প্ল্যাটফর্ম eআরকি'র উদ্যোগ ও আয়োজনে ৩০ নভেম্বর রাজধানীর বনানীতে অবস্থিত যাত্রাবিরতিতে অনুষ্ঠিত হয়ে গেল 'eআরকি সিট ডাউন কমেডি'র দ্বিতীয় শো। এখন প্রশ্ন, 'সিট ডাউন কমেডি'টা কী? এই শো-তে স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের মত দাঁড়িয়ে দাঁড়িয়ে কমেডি পরিবেশন করার বদলে পরিবেশনকারীরা আরাম করে চেয়ারে বসে কমেডি করার সুযোগ পান। এর আগে ধানমন্ডিতে অনুষ্ঠিত সিট ডাউন কমেডির প্রথম আয়োজনে জড় হয়েছিল শতাধিক মানুষ। তারই ধারাবাহিকতায় ৭১% বিষণ্ণতার এই ধুলোবালিময় শহরে মানুষকে হাসার পাশাপাশি একটু দম ফেলার সুযোগ করে দিতে যাত্রাবিরতিতে এর দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়।

আগেরবারের মতো এবারেও একদল কৌতুকপ্রিয় মানুষের জীবনে হাসির খোরাক যোগান তরুণ পারফর্মাররা। সুস্মিত, মিরাজ, আলভি, সালমান, অন্তু, সাদীদ, দুর্জয়, শাবাব, শ্রেয়সী ও রাফসান। প্রত্যেকেই মনের আনন্দে, নানান শব্দজব্দ করে বানিয়েছেন নানান রকমের পান আর হাসিয়েছেন উপস্থিত দর্শকদের। তার আগে দর্শকদের হাসাহাসি ও করতালিতে ভরপুর এই অনুষ্ঠানে 'বাংলা সাহিত্যের পান' নিয়ে বিস্তর আলোচনা করেন খালেদ সাইফুল্লাহ। পরিশেষে, মৃদু এই শীতের সন্ধ্যায় শুরু হওয়া পানের আসরের পর্দা নামে এক ছোট গানের আসরের মাধ্যমে, যেখানে গান পরিবেশন করেন তারেক, রুবেল ও পার্থ।

চলুন দেখে নেয়া যাক ঝলমলে আনন্দময় এই আয়োজনের কয়েকটা মুহূর্ত। ছবি তুলেছেন ইফতেখার রাকিন

 

১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#

 

৬#

 

৭#

 

৮#

 

৯#

 

১০#

 

১১#

 

১২#

 

১৩#

 

১৪#

 

১৫#

 

১৬#

 

১৭#

 

১৮#

 

১৯#

 

২০#

 

২১#

 

আরও পড়ুন-

সিট ডাউন কমেডি : যেমন জমলো তরুণদের ফান এবং PUN এর আসর

৭২৪ পঠিত ... ১৯:০৮, ডিসেম্বর ০৪, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top