বাজারে এলো বাংলাদেশের প্রথম মুভি স্পিন অফ কমিক 'ন ডরাই : অ্যাডভেঞ্চার অব আয়েশা'

১৬২৫ পঠিত ... ২২:২৭, নভেম্বর ২৯, ২০১৯

পপ কালচার ফলোয়ার্স, সিনেমাপ্রেমী আর কমিকপড়ুয়াদের কাছে স্পিন অফ একটা সুপরিচিত নাম। জিনিসটা কম মজারও নয়। কোনো মূল সোর্স ম্যাটেরিয়াল যেমন - মুভি, বই, নাটক, গেম ইত্যাদির কোনো চরিত্র, বিষয় বা ঘটনা নিয়ে ভিন্ন আরেকটি বই, সিনেমা, গেম, কমিক ইত্যাদি তৈরি করলে সেটাই হলো মূল সোর্স ম্যাটেরিয়ালের স্পিন অফ। উদাহরণস্বরূপ বলা যায়, যদি হুমায়ূন আহমেদ হিমু সিরিজের বাদলকে নিয়ে ভিন্ন একটা উপন্যাস বা সিরিজ লিখতেন, তবে সেটা হতো হিমু সিরিজের স্পিন অফ। সে যাই হোক, মুভি রিলিজের আগেই ক্যারেক্টারগুলোকে নিয়ে স্পিন অফ কমিক বুক প্রকাশের ব্যাপারটা মূলত মুভির কাহিনীর সেটিংকে আরও শক্ত করে। হলিউডে অনেকদিন ধরেই এই স্পিন অফ কমিক বুকের চর্চা হয়ে আসছে, বিশেষ করে সুপারহিরো মুভিগুলোয়।  এমনকি পাশের দেশ ইন্ডিয়াতেও সম্প্রতি এই ট্রেন্ড শুরু হয়েছে। 

এবার সে তালিকায় নাম লিখিয়ে প্রকাশিত হলো বাংলাদেশের প্রথম মুভি স্পিন অফ কমিক 'ন ডরাই - অ্যাডভেঞ্চার অব আয়েশা।' তানিম রহমান অংশু পরিচালিত আর স্টার সিনেপ্লেক্স প্রযোজিত বাংলাদেশি মেয়েদের সার্ফিং নিয়ে সদ্য প্রকাশিত সিনেমা 'ন ডরাই' এর এই স্পিন অফ কমিকসটি তৈরি করেছে কার্টুন পিপল

গত ২৬শে নভেম্বর প্রকাশিত হয় এই কমিকটি। এর মাধ্যমে কার্টুন পিপল স্টুডিও তাদের যাত্রা শুরু করলো৷ কমিকটিতে সিনেমার মূল চরিত্ররা থাকলেও গল্পটি সম্পূর্ণ ভিন্ন ও অরিজিনাল। এতে মূল চরিত্র আয়েশার ছোটবেলা থেকে বড় বেলা পর্যন্ত বিভিন্ন কাহিনী, ঘাত প্রতিঘাত, নানান অ্যাডভেঞ্চার নিয়ে জানতে পারবে পাঠকরা। সাগরপাড়ের ঝিনুকের মালা বেঁচে দিন কাটানো ছোট্ট মেয়ে আয়েশার ধীরে ধীরে এক দূর্দান্ত সার্ফার হয়ে ওঠার কাহিনী দারুণ সব ছবি আর সংলাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই কমিকটিতে। ৪৪ পৃষ্ঠার ঝকঝকে আর্ট পেপারে ছাপা এই কমিকটার দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, পাওয়া যাবে স্টার সিনেপ্লেক্স সহ বিভিন্ন আউটলেটে।

প্রকাশনা উৎসবে এক ফ্রেমে কার্টুন পিপলের 'ন ডরাই কমিক' টিম, সঙ্গে রয়েছেন ন ডরাই সিনেমার কলাকুশলীরা।   ছবি: ডেইলি স্টার

কার্টুন পিপলের প্রতিষ্ঠাতা সৈয়দ রাশাদ ইমাম তন্ময় বলেন, 'আমরা এই কমিক করার জন্য কক্সবাজারে গিয়েছিলাম, লোকাল ছেলে মেয়ে যারা সার্ফ করে তাদের থেকে প্র্যাকটিকালি শিখেছি সার্ফ কিভাবে করতে হয়। সার্ফিংয়ের বিভিন্ন পোজ, মুভ, টেকনিক; যেন আমাদের ড্রয়িংগুলো আরো জীবন্ত হয়। সব মিলিয়ে এটি একটি দারুণ এক্সপেরিয়েন্স ছিলো।'

ন ডরাই কমিকে কাজ করেছে কার্টুন পিপলের আঁকিয়েদের বিশাল এক দল! সেই দলে আছেন সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, সিদ্দিক আহমেদ, মোরশেদ মিশু, মুহাম্মদ আয়ান, রেহনুমা প্রসূন, জুনাইদ ইকবাল ইশমাম, ঐশিক জাওয়াদ, মাহাতাব রশীদ, আদিব রেজা রঙ্গন, সৈয়দ নাফিস ও তামিম আনজুম।

১৬২৫ পঠিত ... ২২:২৭, নভেম্বর ২৯, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top