টলস্টয়ের স্ত্রী সোফিয়া বের যে কারণে ভাইরাল হলেন না

১১০৫ পঠিত ... ০৫:০১, নভেম্বর ২৬, ২০১৯

১৮৬২ সালে ৩৪ বছর বয়সী টলস্টয় বিয়ে করেন ১৮ বছর বয়সী সোফিয়া বের-কে। তাদের প্রথম সাক্ষাতের ১ সপ্তার মাথায়।

বিয়ের বছরই টলস্টয় ‘ওয়ার এন্ড পিস’ লেখা শুরু করেন। ফার্স্ট ড্রাফট শেষ করেন ১৮৬৫ সালে। এরপর টলস্টয় রিভাইস করা শুরু করেন তো রিভাইস করতেই থাকেন। আর রিভাইস করতে সাহায্য নেন সোফিয়ার।

সোফিয়া প্রত্যেকটা ড্রাফট নিজের হাতে লিখছেন। এবং এইটা করতে গিয়া প্রায়ই ম্যাগনিফায়িং গ্লাস ইউজ করতেন, কারণ টলস্টয়ের হাতের লেখা ছিলো এদেশের ডাক্তারদের প্রেস্ক্রিপশনের মতো।

সাত বছরে সোফিয়া ‘ওয়ার এন্ড পিস’ এর পুরা পাণ্ডুলিপি আটবার নিজের হাতে লিখছেন আর উপন্যাসের কোনো কোনো অংশ এমনকি ৩০ বার পর্যন্ত লিখছেন। ভাবা যায়?

ওইরকম ঢাউস সাইজের উপন্যাস হাতে ৮ বার কপি করা! আমি তো ২৫০ শব্দের ফেসবুক পোস্ট লেখতেই ক্লান্ত হয়া পড়ি!

এবং এই কাজ তিনি করেছেন ৪ সন্তানের জন্ম দেয়া আর টলস্টয়ের স্টেট আর ব্যবসা (টলস্টয়ের ব্যবসাবুদ্ধি পাক্কা ছিল না। লিখতেন, ব্রোথেলে যাইতেন, জুয়া খেলতেন আর ঋণ শোধ করতে একটার পর একটা অঞ্চল বিক্রি করে দিতেন।) সামলানোর পাশাপাশি!

ধৈর্য আর নিষ্ঠার প্রতিমূর্তি ছিলেন এই সোফিয়া বের। অথচ ইতিহাস নামের ‘অভিজাতদের সমাধিক্ষেত্র’ মনে রাখে খালি টলস্টয়দের। সোফিয়াদের কথা ইতিহাসের পাদটীকার চিপায়-চাপায় পইড়া থাকে।

১১০৫ পঠিত ... ০৫:০১, নভেম্বর ২৬, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top