জাহাজ বুকিং সেবাদানকারী অ্যাপ 'জাহাজী'র অভিনব 'বোতলবন্দি' আমন্ত্রণপত্র

৪৬০ পঠিত ... ২০:০৮, সেপ্টেম্বর ০৭, ২০১৯

স্মার্টফোন খুলে অ্যাপ ব্যবহার করেই আপনি খুঁজে নিতে পারেন যাতায়াতের জন্য গাড়ি বা বাইক। শুধু কি যানবাহন, অ্যাপে ক্লিক করে আজকাল খাবার-দাবারসহ অনেক কিছুই আপনি খুঁজে পেতে পারেন। তবে যদি বলি, অ্যাপে ক্লিক করে আপনি খুঁজে নিতে পারবেন মালবাহী জাহাজ! খানিকটা অবিশ্বাস্য ঠেকছে নিশ্চয়ই। তবে এই ব্যাপারটিই সত্যি হতে যাচ্ছে অ্যাপভিত্তিক জাহাজ বুকিং ও ট্র্যাকিং সেবা ‘জাহাজী’। আগামী ৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুর বারোটায় জাতীয় প্রেসক্লাবে জাহাজী অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রটিও অত্যন্ত অভিনব। কোন দ্বীপে একলা আটকে পড়া জাহাজী যেমন একটা চিঠি লিখে বোতলবন্দি করে পাঠিয়ে দিতেন অজানার উদ্দেশ্যে, তেমনি এই জাহাজীও তাদের আমন্ত্রণপত্রটি পাঠিয়েছে সুদৃশ্য বোতলে বন্দী করে!

নদীমাতৃক বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত নদীই ছিল যোগাযোগ ও পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। নদীর নাব্যতা হ্রাস এবং এই খাতে নজরের অভাবের কারণে বর্তমানে আগের সেই অবস্থা না থাকলেও, বিভিন্ন ক্ষেত্রে নৌপথ এখনো নির্ভরযোগ্য মাধ্যম। তবে অভ্যন্তরীণ পণ্য পরিবহনে প্রচণ্ড অব্যবস্থপনায় জাহাজ মালিক কিংবা গ্রাহক দুই পক্ষকেই থাকতে হয় নানান দুশ্চিন্তার মাঝে। এতসব দুশ্চিন্তা দূর করতে জাহাজের খবর এখন আর আদার ব্যাপারীর কাছ থেকে জানতে হবে না, আবহাওয়ার পূর্বাভাস, জাহাজের অবস্থান এবং বুকিং-সহ বিভিন্ন সেবা দেবে জাহাজী। 

জাহাজীর মাধ্যমে একজন গ্রাহক যে শুধু মালবাহী লাইটার জাহাজ বুকিং দিতে পারবেন তাই নয়, জাহাজের অবস্থানও তিনি সবসময় জানতে পারবেন। জাহাজ মালিকও সহজে খুঁজে পাবেন গ্রাহকদের আর নিজেও জানতে পারবেন জাহাজের অবস্থান এবং আবহাওয়ার পূর্বাভাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে পড়াশোনা করা কাজল আবদুল্লাহ ও অভিনন্দন জোতদার খুলনার ব্যবসায়ী শেখ বাহাউদ্দিনের সাথে মিলে যৌথভাবে এই জাহাজীর উদ্যোগ নিয়েছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, জাহাজীই প্রথমবারের মতো বাংলাদেশে অ্যাপভিত্তিক জাহাজ বুকিং ও ট্র্যাকিং সেবা নিয়ে এসেছে। তবে অধিকাংশ উদ্যোগের মতো জাহাজী ঢাকাভিত্তিক কোন উদ্যোগ নয়, উদ্যোক্তারা খুলনাকেই বেছে নিয়েছেন জাহাজী প্রতিষ্ঠার জন্য।

৪৬০ পঠিত ... ২০:০৮, সেপ্টেম্বর ০৭, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top