ইতিহাসের প্রথম সেলেব্রিটি রোস্টিংয়ের শিকার হয়েছিলেন সক্রেটিস

৭৭২ পঠিত ... ১৯:০১, আগস্ট ২৮, ২০১৯

 

সেলেব্রিটি রোস্টিং এই যুগের অনলাইন দুনিয়ার  নিত্যনৈমিত্তিক ঘটনাগুলোর একটি। অধিকাংশ সেলেব্রিটিকেই কখনও না কখনও কোনো না কোনো মাত্রার রোস্টিং এর শিকার হতে হয়। ত অনলাইন রোস্টিং বা ট্রলের প্রচলন সেদিনের ঘটনা হলেও প্রথম সেলেব্রিটি রোস্টিং এর ঘটনা কিন্তু প্রায় আড়াই হাজার বছরের পুরনো।

রেকর্ডেড ইতিহাসের প্রথম সেলেব্রিটি রোস্টিং এর ঘটনা ঘটে  প্রাচীন গ্রিসে। গ্রিসে তখন প্রতি চার বছর পর পর অলিম্পিকের আসর বসতো। আর নাট্যোৎসব হতো অলিম্পিকের একদম শেষের দিকে।       

তেমনি এক অলিম্পিকের আসরে বিখ্যাত নাট্যকার এ্যারিস্টোফেনিস 'মেঘগুলি' নামে একটা কমেডি লেখেন। নাটকে সক্রেটিসকে ব্যাপক পচানো হয়। একজন খেয়ালি, উন্মাদ, পাগলাটে স্বভাবের ব্যক্তি হিসেবে তুলে ধরা হয় সক্রেটিসকে। নাটকে সক্রেটিসকে নানা উদ্ভট কান্ড ঘটাতে দেখা যায়।আর সেসব কাণ্ড  দেখে এথেন্সের দর্শকরাও হাসিতে ফেটে পড়ে। তবে দূরদুরান্ত থেকে আসা লোকজন কিছুটা কনফিউজড হয়ে বলাবলি শুরু করে, এই সক্রেটিসটা আবার কে?  

ভিড়ের মধ্যে তখন  সক্রেটিসও ছিলেন। 
সে উঠে দাঁড়িয়ে বললেন, আমিই সক্রেটিস।  

ইতিহাসবিদেরা এই ঘটনাকে বলছেন ইতিহাসের প্রথম সেলেব্রিটি রোস্টিং –এর  নমুনা। 

৭৭২ পঠিত ... ১৯:০১, আগস্ট ২৮, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top