মাঠের বাইরেও যেভাবে ডাক মেরেছিলেন আফ্রিদি

২২৫ পঠিত ... ১৮:১৮, মে ০৫, ২০১৯

পাকিস্তানি সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদিকে প্রচলিত একটি জনপ্রিয় মন্তব্য হচ্ছে, ‘১৯৯৬ সালে আমরা ভেবেছিলাম, আফ্রিদি একজন ব্যাটসম্যান যে কিনা সামান্য বল করতে পারে। ২০০৬ সালে আমরা বুঝতে পারি সে সত্যিতে একজন বোলার যে কিনা সামান্য ব্যাট করতে পারে। আর ২০১৩ সালে এসে আমরা জানতে পারলাম যে, সে একজন ‘সামান্য’ যে কিনা ব্যাট অথবা বল কোনটাই করতে পারে না।’

আচমকা কোন ঝড়ো ইনিংসের সামর্থ্যবান কিংবা বল হাতে বৈচিত্র্যহীন কিন্তু মোটামুটি সফলতার পাশাপাশি নানাবিধ কারণে খবরে বারবার এসেছেন আফ্রিদি। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের পাশাপাশি কখনো বলকে আপেল ভেবে কামড়ে দিতে গিয়ে, কখনো অবসর থেকে ফিরে এসে কিংবা কখনো প্রতিপক্ষ ক্রিকেটারের সাথে বাদানুবাদে জড়িয়ে আফ্রিদিকে নিয়ে ক্রিকেটবিশ্বে সমালোচনাটাই সম্ভবত বেশি হয়েছে। পুরোপুরি অবসরের পর অবশেষে আফ্রিদি আবার এলেন আলোচনায় নিজের আত্মজীবনী প্রকাশের পর।

মাঠে ক্রিকেটটা যেমন তেমন খেললেও গ্যালারি থেকে ভালোই সাড়া পেতেন আফ্রিদি। ভক্তদের মাঝে ‘বুম বুম’ আফ্রিদির প্রতি তার তরুণী ভক্তদের বেশ আগ্রহ ছিল। গ্যালারিতে প্রায়শই দেখতে ‘ম্যারি মি আফ্রিদি’ লেখা প্ল্যাকার্ড। তরুণীদের মাঝে এতটা জনপ্রিয় আফ্রিদি কিনা তরুণ বয়সে নাজেহাল হয়েছিলেন এক কিন্নরকণ্ঠীর। সদ্যপ্রকাশিত আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ এমনই একটি ঘটনা বলেছেন আফ্রিদি।

বইটিতে আফ্রিদি লিখেছেন, ৯০ এর দশকে মোবাইল ফোনের প্রথম যুগে তিনি কথা বলতেন একটি মেয়ের সাথে। তার ভাষ্যে ‘আমার বিয়ের আগে একটি মেয়ে প্রায়ই আমাকে ফোন করতো। তার কণ্ঠ ছিলো অসাধারণ। সে সময় মোবাইল ফোন নতুন এসেছিলো, আর ফোনের কলরেটও ছিলো চড়া। তাও আমি সেই মেয়েটির কণ্ঠ শুনতে অনেক টাকা খরচ করেছিলাম।

আফ্রিদি জানিয়েছেন, তারা ফোনে কথা চালিয়ে গেছেন বেশ কয়েক মাস। অতঃপর একটা সময় তারা মনঃস্থির করলেন দেখা করতে। দেখা হয়েও ছিল। আর সেই দেখাতেই যেন ক্রিকেট মাঠের বাইরেও ‘ডাক’ মেরে বসলেন ব্যাটিং জীবনে অনেকের কাছে ‘ডাকবাবা’ খ্যাতি পাওয়া আফ্রিদি। কী হয়েছিল সেদিন?

দেখা হবার ঘটনা বর্ণনায় আফ্রিদি বলেন, ‘বাসায় বেল শুনে দরজা খুলে আমি আবিষ্কার করলাম, একগুচ্ছ গোলাপ হাতে দাঁড়িয়ে আছে এক তরুণ। এই ছেলেটিই আমার সাথে এতদিন মেয়ে সেজে কথা বলতো। এত বড় ধাক্কা আমার জীবনে এর আগে পাই নি।’

এই ‘ব্যর্থ প্রেমে’ মুষড়ে পড়া আফ্রিদি এরপর ক্রিকেটিয় ক্যারিয়ারে এমন ধাক্কা কমবেশি খেয়েছেন আরও অনেকবার। 

২২৫ পঠিত ... ১৮:১৮, মে ০৫, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top