বাস্তব জীবনের অদ্ভুত ১১টি আইরনি যা জানলে জীবনকে কল্পনার চেয়েও বিচিত্র মনে হয়

২২২৫ পঠিত ... ১৬:০৫, এপ্রিল ০৪, ২০১৯

আইরনি হলো এমন পরিস্থিতি যা  অদ্ভুত বা মজার কারণ সেগুলো এমনভাবে ঘটে যা আমাদের প্রত্যাশার ঠিক বিপরীত। আইরনির নমুনা খুঁজতে গেলে জীবন ফিকশনের চেয়েও অদ্ভুত এবং মজার। বাস্তব জীবনের তেমনই মজার কিছু আয়রনির চিত্র দেখে ভাবুন, ফিকশন বাস্তবের চাইতে আসলে কতখানি বিচিত্র!

 

১#
বইয়ের দোকান থেকে সবচেয়ে বেশি চুরি হওয়া বইটি বাইবেল 

বাইবেল ইতিহাসের সবচেয়ে বেশি প্রচারিত ও বিক্রিত বই। খ্রিষ্টধর্মালম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ। অথচ বইয়ের দোকান থেকে যে বইটি সবচে বেশি চুরি হয় সেটিও বাইবেল।

 

 

২#
ম্যাকডোনাল্ডস থেকে সাবধান থাকতে বলেছিল ম্যাকডোনাল্ডস নিজেই!

ম্যাকডোনাল্ডসের কর্মীদের স্বাস্থ্য বিষয়ক একটা ওয়েবসাইটে একবার ম্যাকডোনাল্ডস –এর বার্গার ও ফ্রাই খাওয়ার ব্যাপারে সাবধান করা হয়েছিলো। পরে পত্রিকায় খবর চলে আসায় সাইটটি বন্ধ করে দেয় ম্যাকডোনাল্ডস।

 

 

৩# 
নিজের লুক-এলাইক প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন চার্লি চ্যাপলিন

একবার চার্লি চ্যাপলিন লুক-এলাইক কন্টেস্টে চার্লি চ্যাপলিন ২য় হয়েছিলেন।– এমন গল্প বহুল প্রচারিত। তবে এটা গল্পই। গবেষকেরা এই গল্পে সত্যি খুঁজে পাননি।

চ্যাপলিন ১

তবে ১৯১৮ সালে একবার সত্যি সত্যি  ‘চার্লি চ্যাপলিন হাটা’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চার্লি চ্যাপলিন সেখানে ২০তম অবস্থান লাভ করেন। অনেকগুলি পত্রপত্রিকায় সে প্রতিযোগিতার খবরও ছাপা হয়েছিলো।

সংবাদপত্রে প্রকাশিত খবরের ক্লিপ

 

 

৪# 
ট্রাফিক সেফটির জনক নিজেই গাড়ি চালাতে জানতেন না  

‘ট্রাফিক সেফটির জনক’ – হিসেবে খ্যাত উইলিয়াম ইনো স্টপ সাইন, ক্রসওয়াক, ট্রাফিক সার্কেল, ওয়ান-ওয়ে রোড এবং ট্যাক্সি স্ট্যান্ড ইত্যাদির আবিষ্কারক। অথচ তিনি নিজে গাড়ি চালাতে জানতেন না। তার আবিষ্কারগুলো থেকে নিজেই কখনও সুবিধাপ্রাপ্ত হন নি।

 স্টপ সাইন

 


৫#
বাস্কেটবল কোচ হিসেবে একেবারে ব্যর্থ হয়েছিলেন বাস্কেটবলের আবিষ্কারক

কানসাস বিশ্ববিদ্যালয়ের একমাত্র বাস্কেটবল কোচ জেমস নাইস্মিথ তার কোচিং- জীবন শেষ করেছিলেন কোনো প্রকার জয় ছাড়া। মজার ব্যাপার হলো ১৮৯১ সালে তিনিই বাস্কেটবল উদ্ভাবন করেন, বাস্কেটবলের প্রাথমিক নিয়মকানুন ঠিক করেন। 

বাস্কেটবল

এ থেকে বলা যেতেই পারে, কোনো কিছু আপনার মস্তিষ্কপ্রসূত হলেই আপনি সেটাতে খুব ভালো করবেন এমন নিশ্চয়তা নাই।

 


৬#
জুলিয়াস সিজারের মৃত্যুস্থান এখন 'নো কিলিং এনিমেল শেল্টার'

রোমান সম্রাট জুলিয়াস সিজারকে ৪৪ খ্রিষ্টপূর্বে যেখানে হত্যা করা হয় সে জায়গাটাই এখন বেওয়ারিশ বেড়ালদের জন্যে ‘নো-কিলিং এনিমেল শেল্টার’।

বেড়াল

 

 

৭#
র –ধ্বনি উচ্চারণের অক্ষমতাজনিত রোগের নাম ‘রোটাসিজম’।

 

৮#
ষাড়ের গুতো এড়ানোর কৌশল নিয়ে বই লেখা বিল হিলম্যান আহত হন ষাঁড়ের গুতোয়

বিল হিলম্যান ষাঁড়ের লড়াইয়ে প্রবল আগ্রহী ব্যক্তি। দীর্ঘদিন তিনি ষাঁড়ের লড়াই বিষয়ে কাজ করেছেন। কিভাবে ষাঁড়ের গুতো এড়ানো যায়, এ বিষয়ে ‘হাউ টু সার্ভাইভ দ্য বুলস অফ পামপ্লোনা’ নামে বইও লিখেছেন তিনি। বইটা প্রকাশের তিন সপ্তাহের মাথায় ষাঁড়ের গুতোয় তিনি মারাত্মকভাবে আহত হন।  

 

 

৯#
স্পেলিং বি প্রতিযোগিতার ট্রফিতেই বানান ভুল

আমেরিকায় ২০১১ সালে ‘এলিমেন্টারি স্কুল স্পেলিং বি’ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভকারীর প্রাপ্ত ট্রফিটার গায়ে ‘স্পেল’ শব্দের বানাটাই ভুল ছিলো

 

 

১০#
জর্জ হ্যারিসনের স্মরণে লাগানো গাছ মারা যায় 'বিটলস' সংক্রমণে

লস এঞ্জেলেসের এক পার্কে বিটলস গিটারিস্ট জর্জ হ্যারিসনের স্মরণে একটা গাছ লাগানো হয়। গাছটা বিটলস (beetles) সংক্রমণের কারণে মারা পড়ে।

 

 

১১#
প্রেমিকা ম্যাচ ডটকমে জয়েন করার পরেই ব্রেকআপ হয় ম্যাচ ডটকমের প্রতিষ্ঠাতার

অনলাইন ডেটিং সাইট ম্যাচডটকম এর প্রতিষ্ঠাতা গ্যারি ক্রেমেন সবাইকে ম্যাচডটকমে জয়েন করতে উৎসাহ দিতেন। তার গার্লফ্রেন্ডও ম্যাচডটকমে জয়েন করে এবং সেখানে একজনকে ভালো লাগায় গ্যারির সাথে সম্পর্কচ্ছেদ করেন।    

২২২৫ পঠিত ... ১৬:০৫, এপ্রিল ০৪, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top