ফোর্বসে এশিয়ার সেরা তরুণদের তালিকায় বাংলাদেশের কার্টুনিস্ট মোরশেদ মিশু

১২৭৪ পঠিত ... ১৩:৫৬, এপ্রিল ০৪, ২০১৯

আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের নাম আমরা সবাই কমবেশি শুনেছি বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের তালিকার সুবাদে। প্রতি বছরই ফোর্বস বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের তালিকা প্রকাশ করে। সম্প্রতি উদ্ভাবনী ধারণা এবং উদ্যোগে সেরা অনূর্ধ্ব ৩০ তরুণদের নিয়ে তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য করা ফোর্বসের তালিকায় আছেন কার্টুনিস্ট মোরশেদ মিশু। মিডিয়া, মার্কেটিন এন্ড অ্যাডভার্টাইজিং-এ এশিয়ার সেরা ৩০ তরুণদের তালিকায় স্থান করে নিয়েছেন এই বাংলাদেশি তরুণ। ফোর্বসের তালিকায় আছেন আরেক বাংলাদেশি উদ্যোক্তা 'পাঠাও'এর সহপ্রতিষ্ঠাতা হুসাইন মো. ইলিয়াস।

মোরশেদ মিশু ফোর্বসের তালিকায় এসেছেন তার 'গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ'-এর কল্যাণে। মোরশেদ মিশু আঁকাআঁকি করছেন বেশ অনেকদিন। ২০১৮ সালের শুরুর দিকে তিনি শুরু করেন এক অভিনব সিরিজ। পৃথিবীর যুদ্ধবিদ্ধস্ত অঞ্চলে বসবাসকারী মানুষের দুর্বিষহ জীবনের যেসব ছবি আমরা প্রায়শই দেখি। এর মাঝে কিছু ছবি হয়ে ওঠে যুদ্ধের নির্মমতার প্রতীক। এসব আইকনিক কিন্তু নির্মম ছবিগুলোর অন্যরকম দৃশ্যায়ন মিশু করেছেন তার সিরিজ 'গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ'-এ। সত্যিকারের নৃশংস ছবিগুলোকে মিশু বদলে দিয়েছেন সুন্দর আর সুখী মুহূর্তে। বিশ্বব্যাপী সুখী মানুষ দেখতে চাওয়া মিশু প্রশংসাও পেয়েছেন দুনিয়ার নানা প্রান্ত থেকে। বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে ফিচার করা হয়েছে এই 'গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ' সিরিজটিকে। 

গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জে মিশু এখন পর্যন্ত এঁকেছেন ১১টি ছবি। শুধু এই সিরিজটিই নয়, বিভিন্ন পেশাজীবীদের নিয়ে মোরশেদ মিশুর আঁকা 'সুপারহিরো অফ বাংলাদেশ' সিরিজটিও অনেক প্রশংসিত হয়েছে। আমাদের দেশের সত্যিকারের চালিকাশক্তি যে মানুষেরা তাদেরকেই হলিউড সুপারহিরোদের আদলে রূপান্তর করেছেন এই সিরিজে। এ ছাড়াও তিনি দেশের নানান সংকটে কলম-তুলিতে প্রতিবাদ করেন নিজের ভাষায়। পৃথিবীজুড়ে ছবির ভাষা একটাই, আর সেই ভাষাটা মিশু নিঃসন্দেহে খুব ভালো করেই জানেন। অবশ্য ভাবতে যাবেন না যেন, মিশু শুধু যুদ্ধ বিগ্রহ আর সংকট নিয়েই আঁকাআঁকি করেন। এশিয়াসেরা এই তরুণের আঁকাআঁকির সাথে আপ টু ডেট থাকতে পারেন মিশুর ফেসবুক পেজে। 

#১


#২


#৩


#৪


#৫


#৬


#৭


#৮

 

#৯


#১০


#১১


#১২


#১৩


#১৪


#১৫


#১৬


#১৭


#১৮


#১৯


#২০

১২৭৪ পঠিত ... ১৩:৫৬, এপ্রিল ০৪, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top