বাণিজ্য মেলার মতামত ও অভিযোগ বাক্সে আসলে কী থাকে?

১৪০৯ পঠিত ... ১৫:১০, জানুয়ারি ২৯, ২০১৯

এবারের বাণিজ্য মেলার শুরু হতেই ফেসবুকে একটি মতামত বাক্সের ছবি ভাইরাল হতে দেখা যায়। বাণিজ্য মেলায় রাখা স্বচ্ছ সেই মতামত ও অভিযোগ বাক্সে মতামতের বদলে দেখা যায় কিছু টাকার নোট ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে সে ছবিটি এইবারের বাণিজ্য মেলার, নাকি অন্য কোন বছরের, তা নিয়ে চলেছে বিতর্ক। তাই আসলেই মতামতের বাক্সে টাকা পাওয়া যায় কিনা, তা দেখতে সরেজমিনে বের হয় eআরকি দল।

প্রবেশ পথ ও অন্যান্য কিছু স্থানে রাখা মতামত ও অভিযোগ বাক্সগুলো আমাদের বিচার ব্যবস্থার মতো করে এবারো স্বচ্ছ রাখা হয়েছে। কাছে গিয়ে একটু জুম করা দৃষ্টিতে তাকালে দেখা যায়, গুটিকয়েক মতামতের পাশে আধিক্য ছিলো নানা লিফলেট, ব্যবহৃত টিস্যু, সিঙ্গেলদের ডাবল হওয়ার আকুতি ও মেয়ে না পাওয়ার জন্য অভিযোগ। এছাড়া সেখানে বিভিন্ন বাক্সে টাকার নোটও দেখতে পাওয়া গেছে। eআরকির জুম করা দৃষ্টি দিয়ে আপনারাও দেখে নিন এবারের  মেলার বাক্সগুলোর উল্লেখযোগ্য কিছু ‘মতামত’।

 

টাকা, লিফলেট, রিসিপ্ট ও অন্যান্য কাগজের সাথে কিছু মতামতের সহাবস্থান

 

মূল্যবান মতামতকে আবর্জনার মতো অবহেলা করার প্রতিবাদে মতামত বাক্সেই আবর্জনা নিক্ষেপ?


জনৈক ফলোয়ারপ্রার্থীর আবেদন। 

 


একজন ফরেভার এলোন ব্যাক্তির হাহাকার ও বাণিজ্য মেলার মেয়েদের রিভিউদাতা(!)

 

খুশির ঠেলায় ঘোরতে আসা এক বাণিজ্য মেলা দর্শকের পাশে এক নারীসন্ধানীর হতাশা।

 

এত বড় স্পেসে পটাতে ব্যর্থ এক 'পটুয়া'!

 

আরো একজন সুন্দরের পূজারী 

 

একজন অভিমানী স্ত্রী ও আরেকজন সৌন্দর্যের পূজারী

 

এবং উলুবনে মুক্তো ছড়ানো কয়েকজন

১৪০৯ পঠিত ... ১৫:১০, জানুয়ারি ২৯, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top