শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ফেসবুক প্রোফাইল রহস্যজনক 'রিমেম্বারিং'

২০৯০ পঠিত ... ১৫:৪২, অক্টোবর ২২, ২০১৮

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি ফিচার হচ্ছে ‘প্রোফাইল রিমেম্বারিং’। মানে কেউ যদি পরলোকগমন করেন তাহলে তার স্মরণে ফেসবুক কর্তৃপক্ষ তার প্রোফাইল নামের ওপর, ‘রিমেম্বারিং’ শব্দটি জুড়ে দেয়। যাতে করে, সেই মানুষটির আত্মীয়স্বজন কিংবা প্রিয় মানুষরা তাকে মনে রাখেন। অনেক ক্ষেত্রে, মানুষটির সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ না থাকা কোন বন্ধু হুট করে তাকে ফেসবুকে আবিষ্কার করে যাতে জীবিত মনে করার মতো ভুল না করেন তার জন্যেও ফেসবুক এমন ব্যবস্থা নিয়েছে।

নুরুল ইসলাম নাহিদের ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট

তবে সম্প্রতি ফেসবুকে দেখা যায় যে বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ফেসবুক প্রোফাইল নামের ওপর ‘রিমেম্বারিং’ শব্দটি জুড়ে দেয়া। অর্থাৎ, ফেসবুক কোনো কারণে ধরে নিয়েছে, শিক্ষামন্ত্রী নাহিদ মৃত্যুবরন করেছেন! কিন্তু আমরা জানি উনি সুস্থভাবেই বেঁচে আছেন! শেষ খবর পাওয়া পর্যন্ত, (২৩ অক্টোবর ২০১৮, সকাল ৭টা পর্যন্ত) দেখা যায়, এখনো তার ফেসবুক প্রোফাইলে ‘রিমেম্বারিং’ শব্দটি ঝুলছে!

সাধারণত ফেসবুকের ‘লিগ্যাসি কন্টাক্টে’ কাউকে ঠিক করে রাখলে মৃত্যুর পর সেই ঠিক করা রাখা মানুষটি প্রোফাইলে ঢুকে মৃত ব্যক্তির নামের আগে রিমেম্বারিং ঝুলিয়ে দিতে পারেন। তবে ‘লিগ্যাসি কন্টাক্টে’ কেউ ঠিক করা না থাকলেও, কোনভাবে ফেসবুক মৃত্যুর সংবাদটি পেয়ে গেলে, তারাই রিমেম্বারি ঝুলিয়ে দেন। তবে কে বা কারা নুরুল ইসলাম নাহিদের প্রোফাইলে রিমেম্বারিং ঝুলিয়েছেন তা এখনো জানা যায়নি। ধারণা করা হছ্ছে তার অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়েছে।

উল্লেখ্য ফেসবুকের এই প্রোফাইলটি নুরুল ইসলাম নাহিদ ২০১৬ সালের ডিসেম্বর মাস থেকে ব্যবহার করে আসছেন। শিক্ষক দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি তার প্রোফাইল থেকে সর্বশেষ স্ট্যাটাস আপডেট করেন ২০১৮ এর অক্টোবরের ৫ তারিখ। এরপর অক্টোবরের ১৬ তারিখে তিনি শেখ হাসিনার একটি ছবিতে নিজের ট্যাগ অ্যাপ্রুভ করেন। 

২০৯০ পঠিত ... ১৫:৪২, অক্টোবর ২২, ২০১৮

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top