আজ পুরো একমাস স্বৈরাচার পতনের। খেয়াল করেছেন এখন আপনাকে আর অনলাইনে কিছু লিখতে গিয়ে ব্যাকস্পেস চাপতে হচ্ছে না? কী ভালো লাগছে না? হ্যা, আপনাদের মতো আমাদেরও ভালো লাগছে। কারণ কাউকে নিয়ে স্যাটায়ার করতে গিয়ে আমাদেরও ভয় পেতে হচ্ছে না, কিংবা মনের ভাব প্রকাশে লুকোছাপা রাখতে হচ্ছে না। আজ দেখে নিন গত এক মাসে আমাদের করা ভয়হীন সেসব স্যাটায়ারেরই কিছু নমুনা।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন